নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলা জমিয়তে ওলামা হিন্দ তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী জনাব আবু তাহের খানের সঙ্গে দেখা করল।ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারীর কারি রিয়াসতুল্লাহ সাহেব,
সহ সভাপতি আবু বকর কাসেমী সাহেব দেখা করেন এবং তাঁর সার্বিক মঙ্গল কামনা করেন এবং স্বচ্ছ ভাবে কাজ করার সুপরামর্শ দেন।
আবু তাহের খান তাদের কাছে দুওআ চান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন সার্বিক মঙ্গল কামনা করেন। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী আবু তাহের বর্তমানে নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিষাবে লড়ছেন।