অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- সকাল নযটায় ভিডিও বার্তায় মোদিজী বললেন আগামী ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট ধরে ঘরের সামনে বা ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালান। ওই ৯ মিনিট ঘরের সমস্ত ইলেক্ট্রিক আলো বন্ধ থাকবে। আজ জাতির উদ্দেশে ভাষণে সমস্ত দেশবাসীর কাছে এই অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ” সবার কাছে ৯ মিনিট সময় চাইছি আমি। রাত ৯টায় ঘরের সমস্ত আলো বন্ধ করে দিন। ওই সময় ঘরের দরজার সামনে বা ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালান। মা ভারতীর নাম নিন। দেশের ১৩০ কোটি মানুষকে স্মরণ করুন। এতে বোঝা যাবে সবাই একসাথে লড়ছি। এরফলে লড়াইতে আত্মবিশ্বাস-শক্তি বাড়বে।”
তিনি আরও বলেন, “এই সময় বাড়ির বাইরে কেউ জমায়েত করবেন না। ব্যালকনি বা বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির লোকজনের সাথেই মোমবাতি, প্রদীপ, টর্চ জ্বালবেন। সামাজিক দূরত্ব মেনে চলুন। দুনিয়ার কোনো শক্তি আমাদের হারাতে পারবে না। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতব।”
এই নিয়ে শুরু তুমুল সমালোচনা ,বিরোধী রাজনৈতিক দল থেকে সাধারণ মধ্যবিত্ত ও উচ্চ বিত্ত মানুষেরা তুলছে প্রশ্ন। সুজন চক্রর্বতী থেকে অধীর চৌধুরী সকলের একমত যে এই সব সস্থা রাজনীতি মানুষকে নিয়ে এই সব সিদ্ধান্ত অট্ট হাস্যের সামিল ।কোন দিশা নেই গঠন মুলক সিদ্ধান্ত বা প্যাকেজ নেই এই সবই যেন ছেলে মানুষী।বলছেন বিরোধীরা।