জয়নাল আবেদিন,অয়ন বাংলা,কলকাতা:নির্বাচন নির্ঘন্ট প্রকাশিত হওয়ার পরই রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযােগ ওঠে । ফিরহাদের এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । বিরােধীদের অভিযােগ , নির্বাচন নির্ঘন্ট প্রকাশিত হওয়ার পর মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন কেন্দ্রীযু বাহিনী শুধু নির্বাচনের সময় থাকবে । বাকি সময় রাজ্যপুলিশ বাকি সমস্ত কিছু দেখবে । নির্বাচন ঘােষণা হয়ে যাওয়ার পর আদর্শ আচরণবিধি লাগু হয়ে যায় ।বিরােধীরা অভিযােগ করেন , এই মন্তব্য করে মন্ত্রী ফিরহাদ হাকিম নির্বাচনের বিধিকে লঙ্ঘন করেছেন । সেই সময় তার এই মন্তব্য করে ঘিরে | বিতর্ক দানা বাঁধে । এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযােগও জানায় বিরােধীরা । | জানা গিয়েছে , রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়রের এই মন্তব্যবের বিষযুটি নিয়ে তদন্ত করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে । শুধু তাই নয় , সেদিনের ভিডিও ফুটেজ চেয়ে | পাঠিয়েছে নির্বাচন কমিশন । এমনকি তার বিরুদ্ধে অভিযােগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন