সরকারী নির্দেশকে উপেক্ষা করে বন্ধন ব্যাঙ্ক ঋণ গ্রাহকদের ফোন করে জানাচ্ছে ১৫ ই এপ্রিল থেকে ঋণের কিস্তি দিতে হবে,ঋণ গ্রহীতারা সমস্যায়-
নিউজ ডেস্ক, তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–সরকারি নির্দেশে বলা হয়েছে করোনা ভাইরাসের কারনে আগামী তিন মাস কোন রকম ব্যাঙ্কের কিস্তি দিতে হবেনা।বিভিন্ন ব্যাঙ্ক সেই নির্দেশ অনুসারে ব্যাঙ্কের ঋণের কিস্তি নেওয়া বন্ধ করে দিয়েছে।অথচ বন্ধন ব্যাঙ্ক সরকারের সমস্ত নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কালিয়াগঞ্জের বন্ধন ব্যাঙ্ক এবং বন্ধন অফিস থেকে এই লকডাউনের মধ্যেই বাড়ি বাড়ি ফোন করে বলছে আগামী ১৪ই এপ্রিল লকডাউন শেষ হচ্ছে তাই ব্যাঙ্ক থেকে ১৫ই এপ্রিল বন্ধন ব্যাঙ্কের অফিসার যাবে ঋণের কিস্তি নেবার জন্য।আপনারা ঋণের কিস্তি নিয়ে প্রস্তুত হয়ে থাকবেন।
এই সমস্ত ফোন ঋণগ্রহীতারা পেয়ে প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছে।বন্ধন ব্যাঙ্কের ঋণ গ্রহীতাদের বক্তব্য লকডাউনের মধ্যে তারা কোন রকম ব্যবসা বাণিজ্য করতে পারেনি কেও।বন্ধন ব্যাঙ্ক এসব ঘটনা কি জানেনা?সমস্ত ব্যাঙ্ক যেখানে ঋণের কিস্তি তিন মাস পিছিয়ে দিয়েছে সেখানে বন্ধন ব্যাঙ্ক কি ভাবে এই লকডাউনের মধ্যে বার ঋণগ্রহীতাদের ফোন করে উত্যক্ত করে যাচ্ছে।এখানেই শেষ নয় বন্ধন ব্যাঙ্ক থেকে বিভিন্ন ব্যবসা করবার জন্য ঋণ নিয়েছে তাদেরও বন্ধন ব্যাঙ্ক থেকে ফোন করে বলা হচ্ছে তিন মাস পর ঋণের কিস্তি দিলে ১৫হাজার টাকা অতিরিক্ত সুদ দিতে হবে ।তাই ঋণের টাকা ১৫ই এপ্রিল দেবার জন্য তৈরি থাকুন।এই ঘটনায় বন্ধন ব্যাঙ্কের ঋণগ্রহীতারা ভেবে পাচ্ছেনা তারা ঋণের কিস্তি কি ভাবে পরিশোধ করব।বন্ধন ব্যাঙ্কের ঋণ গ্রহীতারা কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক পালকে এই সমস্যা সমাধানের ব্যাপারে সাহায্য চেয়েছে বলে জানা যায়।কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা বলেন তিনি ব্যাপারটা দেখবেন।রিজার্ভ ব্যাঙ্ক যেখানে নির্দেশ দিয়েছে আগামী তিন মাস ঋণের কিস্তি কোন ব্যাংক নিতে পারবেনা সেখানে কি করে মহিলাদের বন্ধন ব্যাঙ্ক ঋণের তাগাদা করতে পারে?