নিমগ্রাম বেলুড়ী তে উজ্জ্বলা স্কিমের গ্যাস পায়িয়ে দেওয়ার নাম করে টাকা লুটছিল ক্রিমিনাল নুরসাদ সেখ
নিজেস্ব সংবাদদাতা,নবগ্রাম; মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত নিমগ্রাম বেলুড়ী গ্রামের অভিযুক্ত নুরসাদ সেখ কে কেন্দ্র সরকারের উজ্জ্বলা স্কিমের গ্যাস সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে নবগ্রাম থানার পুলিশ, ঘটনা টি ঘটেছে ২য় এপ্রিল বৃহস্পতিবার দুপুরে। নুরসাদ সেখ উজ্জ্বলা যোযোনার গ্যাস পায়িয়ে দেওয়ার নামে কারো কাছে ১০০টাকা আবার কারো কারো কাছে ২০০টাকা করে দালালি করেছে বলে সুত্র মারফত জানা গেছে এবং সেই খবর পুলিশ খবর পেয়ে অভিযুক্ত কে গ্রেফতার করে, ধৃত নুরসাদ সেখ পিতা- বোদোল সেখ বেলুড়ী গ্রামের বাসিন্দা, উল্লিখিত কেন্দ্র সরকারের করোনা ভাইরাস এর ভয়ঙ্কর পরিস্থিতির স্বীকার কে রুখতে কেন্দ্র সরকার লক ডাউন করেছিল এবং তার পরে পরেই একটা ১৭০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে এই মহামারী কে কন্ট্রোল করতে, যেখানে উজ্জ্বল যোযোনার গ্যাস গ্রাহকদের ফ্রিতে তিন মাস গ্যাস বিতরণের নিদান দিয়েছে কেন্দ্র সরকার, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে তোলাবাজি করছিল নুরসাদ সেখ ও তার দুজন সহকারী। উক্ত আসামি কে লালবাগ সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিয়েছে পুলিশ, মানবাধিকার করপোরেশনের জাতীয় সভাপতি হারুন অর রশিদ এটাকে ‘মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টিতে দেখছেন বলেও মন্তব্য করেন’
আপাতত এলাকার মানুষ খুশি দুষ্কৃতী কে গ্রেফতার করে চালান দিয়েছে শুনে।
কেউ কেউ বলছে মানুষ খেতে পায় না আর এরা তোলাবাজি করছে দিন দুপুরে।