ভিডিও কনফারেন্স এ মূখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদিজী
নিউজ ডেস্ক:- লকডাউন কি বাড়তে চলেছে , মুখ্য করোনা ভাইরাস (Coronavirus) মোকাবিলায় চলতি লকডাউনের (Lockdown) মেয়াদ আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্য়মে ওই বৈঠক করেন তিনি (PM Modi)। বৈঠকের সময় করোনা সতর্কতার উদাহরণ হিসাবে নিজেই মুখে মাস্ক পরে বসেন মোদি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সকলকেই আশ্বস্ত করেন এই বলে যে তিনি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুত। “আমি ২৪x৭ সজাগ রয়েছি”: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের বললেন প্রধানমন্ত্রী মোদি।ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের শিকার ২৩৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টাতেই নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১,০৩৫ জন, আর প্রাণহানি হয়েছে ৪০ জনের। সব মিলিয়ে মোট ৭,৪৪৭ জন আক্রান্ত (Coronavirus in India) COVID- 19 এ। এখনও পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মানুষ। ওই রাজ্যে ১,৩৬৪ জন আক্রান্ত করোনা ভাইরাসে। গত বছরের ডিসেম্বরে চিনের উহান প্রদেশ থেকে প্রথম এই রোগ ছড়ায়। বর্তমানে প্রায় গোটা বিশ্বই করোনা ভাইরাসের দখলে।
ভারতে বর্তমানে ২১ দিনের লকডাউন চলছে, আগামী ১৪ এপ্রিল এটি শেষ হওয়ার কথা। কিন্তু দেশে করোনার দ্রুতহারে ছড়িয়ে পড়া রুখতে আরও বেশ কিছুদিন এই লকডাউন চলা উচিত বলে মনে করছেন প্রধানমন্ত্রী। আজ (শনিবার) সেই বিষয়েই মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন নরেন্দ্র মোদি।
অনেক রাজ্যই বলেছে যে তারা লকডাউনের মেয়াদ বাড়াতে চায়। ইতিমধ্য়েই ওড়িশা ও পঞ্জাব সরকার নিজে থেকেই তাঁদের রাজ্যে লকডাউনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন যে ডিসেম্বর মাসে চিন থেকে যে রোগ ছড়িয়ে পড়ে তা এখন মহামারী রূপে দেখা দেওয়ায় “মানব জাতি এখন সবচেয়ে বড় সঙ্কটের মুখোমুখি হয়েছে”। বৃহস্পতিবার ওড়িশা মুখ্য়মন্ত্রী আরও বলেন যে, “জীবন আর আগের মতো হবে না।”
একটি সূত্র NDTV-কে জানিয়েছে, বিহার সরকার কেন্দ্রকে একটি চিঠি লিখে লকডাউন বাড়ানোর বিষয়েই সম্মতি দিয়েছে; তবে গ্রামীণ নির্মাণ ও বন্যা-ত্রাণের কাজ যাতে চালু রাখা যায় এই নিষেধাজ্ঞার মধ্য়েও সে ব্যাপারে কিছু ছাড় চেয়েছে তারা। বিহারে গত বছর ভয়ঙ্কর বন্যা হয় এবং তারপর থেকে সে রাজ্যের পুনর্নির্মাণ প্রকল্পগুলির কাজ এখনও চলছে।
মনে করা হচ্ছে, লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা হলেও বেশ কিছু বিষয়ে মিলতে পারে ছাড়, লকডাউনের নিয়মেও আসতে পারে বেশ কিছু পরিবর্তন। প্রয়োজনীয় পরিষেবাগুলি বাদে এমনিতে আন্তঃদেশীয় যান চলাচল সীমিত থাকবে। স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও পুরোপুরি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
তাছাড়া এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংক্রমণ প্রবণ এলাকাগুলোতেই বেশি কড়াকড়ি করা হবে। এর ফলে একটা নির্দিষ্ট পরিকাঠামোতেও কাজ করতে পারবে সরকার। ফলে নতুন করে সংক্রমণ বৃদ্ধির হার কম হওয়ার সম্ভাবনা থাকবে।
সৌজন্য:- NDTV bangla