রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এই মাত্র ঘোষণা মুখ্যমন্ত্রীর কিন্তু হিউম্যান ফেস হিউম্যান রাইটস বাড়াবাড়ি নয়

Spread the love

নিউজ ডেস্ক:- প্রত্যাশামতোই রাজ্যে বাড়ছে লকডাউনের মেয়াদ। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের পরই নবান্নে সাংবাদিক বৈঠক থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ এপ্রিল নয়, আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আজ লকডাউন বৃদ্ধির পক্ষেই সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তবে পাশাপাশি তাঁর আলোচনায় উঠে আসে, আর্থিক প্যাকেজ ও GDP পরিস্থিতি নিয়ে উদ্বেগও।

রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এই মাত্র ঘোষণা মুখ্যমন্ত্রীর ! হিউম্যান ফেস হিউম্যান রাইটস কড়াকড়ি কিন্তু বাড়াবাড়ি নয়

LIVE : রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এই মাত্র ঘোষণা মুখ্যমন্ত্রীর ! হিউম্যান ফেস হিউম্যান রাইটস কড়াকড়ি কিন্তু বাড়াবাড়ি নয়

তীর্থঙ্কর মুখার্জি, কলকাতা : ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এরফলে আরো ১৫ দিন বাড়ল লকডাউন। মুখ্যমন্ত্রী এদিন অনুরোধ করে বলেন কড়াকড়ি হোক বারাবারি নয়। বাংলায় তিনটি সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে বাড়তি নজড়দারির ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে ৪৪ হাজার মানুষ হোম কোয়রান্টিনে আছে।

পানীয় জলের পরিষেবা চালু করা হচ্ছে। এছাড়াও অনলাইন হোম ডেলেভারি। ভিড় জমায়াতের দিকে বাড়তি নজড়দারি দেওয়া হবে। স্কুল-কলেজ জুনের ১০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। রাজ্যে “সন্ধান” অ্যাপের মাধ্যমে করোনা সংক্রামণ ব্যাক্তিদের খুজে বার করা হচ্ছে। এরপর মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর সাথে মিটিং ভালো হয়েছে।

বাংলায় এই প্রথম নববর্ষে বাইরে বেড়তে পারবেনা আমার কিছু খারাপ লাগছে কিছু করার নেই বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যে মোট আক্রান্ত ৯৫ এবং আজ নতুন করে আক্রান্ত ৬ ।

রাজ্যের প্রাপ্য জিএসটির ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আমরা প্রায় আড়াই হাজার কোটি টাকার মতো পাবে সেটে আজকের বৈঠকে প্রধানমন্ত্রীকে দিবার জন্য বলেছি। মুখ্যমন্ত্রী বলেন হিউম্যান ফেস হিউম্যান রাইটস তাই পুলিশ কে বলবো করাকরি কিন্তু বাড়াবাড়ি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.