নিউজ ডেস্ক:- কলকাতা: করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এক কোটি টাকা দিচ্ছেন বাংলার ইমাম মাওলানারা। রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বিধায়ক আব্দুল গনি ও নাখোদা মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ শফিক কাসেমী টিডিএন বাংলাকে এ সংবাদ জানান।
কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী বলেন, দেশের দুর্দিনে মানুষের পাশে থাকার জন্য রাজ্যের ইমাম মুয়াজ্জিনরা করোনার জন্য গঠিত মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে প্রায় এক কোটি টাকা দেবেন। আরও অনেক মাওলানা সাহায্য করছেন। ইমামরা এলাকায় ত্রাণের কাজ করছে। এখন মানুষের জন্য যতটা পারা যায় সাহায্য করতে হবে।
ইমামরা মসজিদের বাইরেও বিভিন্ন সামাজিক কাজ করেন। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে। রাজ্যের এক ইমাম করিমপুরের সিরাজ শেখ জানান, রাজ্যের ইমাম মুয়াজ্জিনদের একটা বড় অংশ গরিব। এলাকার মুসলিমরা টাকা তুলে কিছু বেতন দেয়। তাছাড়া মুসলিমদের ওয়াকফ সম্পদ থেকে যৎসামান্য ভাতা পান। কিন্তু এই দুর্দিনে অল্প কিছু দিয়ে হলেও মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই জন্য আমরা ত্রাণের কাজ করছি, ত্রান তহবিলে টাকা দিচ্ছি।
ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি টিডিএন বাংলাকে বলেন, রাজ্যে ষাট হাজারের বেশি ইমাম মুয়াজ্জিন আছে। ইমামতি ছাড়াও বিভিন্ন সময় তারা শিক্ষামূলক কর্মসূচি নেন। করোনার সময় ইমাম মুয়াজ্জিনরা সিদ্ধান্ত নিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর। মুখ্যমন্ত্রী বলেছেন, যার যতটা সাধ্য সাহায্য দিতে পারেন। পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জিনরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন। আমি তাদের এই সিদ্ধান্তে খুশি। এখন সময় আর্তের পাশে দাঁড়ানো।
আব্দুল গনি নিজেও ত্রানতহবিলে এক লক্ষ টাকা দিচ্ছেন বলে জানা গেছে।