মাস্ক পরা বাধ্যতামূলক হল রাজ্যে, নির্দেশিকা জারি মুখ্যসচিবের, বাইরে বের হলে মাস্ক না পরলে বাড়ী ফেরত

Spread the love

ওয়েব ডেস্ক:- : দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানার মতো এবার এ  রাজ্যেও  মাস্ক পরা বাধ্যতামূলক। বাড়ি থেকে বেরলেই পড়তে হবে মাস্ক ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার ৷ সোমবার অর্থাৎ আগামিকাল থেকেই চালু এই নিয়ম ৷ এবার মাস্ক না পড়ে রাস্তায় বেরোলেই ধরপাকড় করবে পুলিশ। নির্দেশ না মানলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের ৷ করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রুখতেই বাকি রাজ্যের পথে হেঁটে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকারও ৷

করোনার বিরুদ্ধে লাগাতার লড়াই চলছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের। এরই মাঝে এদিন স্বাস্থ্য ভবনে এক জরুরি বৈঠক করেন মুখ্যসচিব রাজীব সিনহা। তারপরই সরকারিভাবে রাজ্যে মাস্ক পরার নিয়ম বাধ্যতামূলক করা হয়। সরকারের তরফে এক সম্পর্কিত একটি নোটিশ জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, বাইরে বের হতে হলে নাক ও মুখ ঢাকার শর্ত আবশ্যক। যদি মাস্ক নাও থাকে তবে রুমাল বা অন্যান্য যে কোনও জিনিস দিয়ে নাক ও মুখ ঢাকা যাবে।

নভেল করোনা ভাইরাসের সংক্রমনের ছড়িয়ে পড়া ঠেকাতে রাজ্যে সব বাসিন্দাদের মুখ এবং নাক ঢেকে রাখতে বলা হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকায় মুখ এবং নাক ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সংক্রমণ এড়াতে মাস্ক অথবা প্রয়োজনে পরিষ্কার রুমাল গামছা বা দুপাট্টা ভাঁজ করে ব্যবহার করার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। করোনা সংক্রমণ রুখতে দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, পঞ্জাব-সহ একাধিক রাজ্যে ইতিমধ্যে প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে অভিযুক্তের মোটা অংকের জরিমানার পাশাপাশি জেলযাত্রা হতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন।

এদিন স্বাস্থ্য ভবনের মুখ্য সচিব রাজিব সিংহের পৌরহিত্যে করনা মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্সের বৈঠক বসে। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.