উত্তর চব্বিশ পরগনার বারোজন যুবক হেঁটে বাড়ী ফেরার পথে ক্লান্ত ক্ষু্ধা্ত হয়ে জীবন্তিতে এলাকায় চাঞ্চল্য
জৈদুল সেখ,অয়ন বাংলা. কান্দী:-
বাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগণা বারাসাতের হাসনাবাদ থানা এলাকায় তারা সকলেই রামপুর হাটে গিয়েছিল গ্লেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করতে, ভেবেছিল বেকার জীবনের একটা কাজ জুটেছে এর যদিও কেউ ২০ হাজার কেউ বা ত্রিশ টাকাও জমা দিয়েছিল। ঘটনা ঠিক লকডাউনের এক সপ্তাহের কিছুটা আগের। কিন্তু লকডাউন আসতেই সব পরিস্কার হয়ে গেলো! বারাসাত এবং আরো যারা এই কোম্পানিতে কাজ করতো তাদের সকলের আর বুঝতে বাকি রইলো না, আসলেই কোম্পানির নামে চলছে মস্ত বড়ো ঠকবাজী। খাবারের জন্য দুমুঠো ভাত যোগাড় করা যাচ্ছিল না।
বার বার কোম্পানির এজেন্টের সঙ্গে বাড়ি যাবার ব্যবস্থা করে দেবার কথা বললেও তার বদলে প্রত্যেক জনের মাথাপিছু হাজার টাকা করে তুলে নেয়, কিন্তু বাড়ি যাবার কোনো ব্যবস্থা করে না।
শেষ মেষ এই বারো জন যুবক কষ্টের মধ্যেই পা হেটে বেরিয়ে পড়ে বাড়ি যাবার উদ্দেশ্যে। তার দীর্ঘ পথ পেরিয়ে ক্লান্ত শরীর এলিয়ে পড়ে জীবন্তিতে ।
এলাকায় ছড়ালো চাঞ্চল্য, খবর আসে সাংবাদিকের কাছে সঙ্গে ছুটে গিয়ে দেখে ক্লান্তি শরীর, ফুসকা পড়া পা, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, চোখে মুখে হতাশার ভয়।
শান্ত করতে সাংবাদিক এবং এলাকার ছাত্র যুবর পক্ষ থেকে পানীয় জল, কিছু খাবার এবং ওষুধের ব্যবস্থা করা হয়। পরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কান্দি থানার আই সি বলেন আমাদের পক্ষ থেকে গাড়ির ব্যবস্তা করা সম্ভব নয়, পারলে আপনারা কিছু ব্যবস্থা করে যাতে তাড়াতাড়ি এলাকা থেকে চলে যেতে পারে তার ব্যবস্থা করে দিন! তার পর বিভিন্ন গাড়ি দেখার পালা।
যদিও যুবকরা বলেছেন “আপনারা বলেছেন আমাদের জন্য, খাবার ওষুধ ব্যবস্থা করেছেন তার জন্য ধন্যবাদ, কষ্ট হলেও আমরা ধীরে পায়ে হেটেই বাড়ি যাওয়ার চেষ্টা করবো। ”