লকডাউনে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে কি কি বিষয়ে ছাড় পাওয়া যাবে আসুন দেখে নিই

Spread the love

নিউজ ডেস্ক :- ১৪ এপ্রিল লকডাউনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি দেশবাসীকে কিছুটা স্বস্তির বার্তাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ২০ এপ্রিল থেকে চালু করা হবে কিছু পরিষেবা। অর্থাৎ ঘোষণা অনুযায়ী আজ থেকেই ছাড় মিলবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে। কীসে মিলবে ছাড়? রবিবারই নির্দেশিকা জারি করে জানাল কেন্দ্র।

২০ এপ্রিল থেকে যে যে ক্ষেত্রে ছাড়  দিতে চলেছে কেন্দ্র, তার একটা তালিকা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নিজের টুইটারে সেই তালিকা পোস্ট করেছেন। যদিও তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন, হটস্পট এলাকায় এই ছাড় প্রযোজ্য নয়। রীতিমতো নির্দেশিকা জারি করে শিল্প ও বানিজ্য ক্ষেত্রে কাজ চালু করতে সবুজ-সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার।
 

আয়ুষ-সহ সব স্বাস্থ্য পরিষেবা 

কৃষি ও বাগান পরিচর্যা

সমুদ্র-সহ অন্য জলাশয়ে

মৎস্য উৎপাদন ও প্রতিপালন

 সর্বাধিক ৫০% কর্মী নিয়ে রোপণ শিল্প। চা, কফি আর রাবার রোপণ 

পশু খামার ও প্রতিপালন

আর্থিক ক্ষেত্র

সামাজিক ক্ষেত্র

 মনরেগা শ্রমিকরা সামাজিক দুরত্ব মেনে, মুখে মাস্ক পরে কাজ করতে পারবেন

জন-প্রয়োজন পরিষেবা। যেমন, বিদ্যুৎ, পানীয় জল, টেলি-যোগাযোগ, পোস্টাল

আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা পণ্য ওঠানো-নামানো 

অনলাইন ক্লাসরুম/ ডিসট্যান্স ক্লাসরুম

নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ

বাণিজ্যিক আর বেসরকারি সংস্থার কাজে অনুমতি

শিল্প ও শিল্প সংস্থা (সরকারি আর বেসরকারি)

নির্মাণ কাজ

জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে বেসরকারি গণপরিবহণ। চিকিৎসা ও পশু চিকিৎসা, জরুরি সামগ্রির জোগানে ব্যবহার করা যাবে এই পরিবহণ। কর্মক্ষেত্রে যেতে এই পরিবহণ ব্যবহারে অনুমতি মিলবে কিনা, তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য কিংবা কেন্দ্রশাসিত এলাকা 

কেন্দ্র সরকারি, রাজ্য সরকারি দফতর

এছাড়াও জানানো হয়েছে আয়ুষ-সহ সব ধরনের স্বাস্থ্য পরিষেবা চালু থাকছে। যেমন, হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক, ওষুধের দোকান। নারকেল, স্পাইস বাম্বু, কোকো গাছের বাগান, দুধ, দুগ্ধজাত পণ্যের উৎপাদন, পোলট্রি ও চা, কফি বিভিন্ন বনজ উৎপাদনের কাজ ২০ এপ্রিল থেকে শুরু করা যাবে। এছাড়াও ১০০ দিনের কাজ শুরুর ক্ষেত্রেও সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। তবে, ই-কমার্স সংস্থাগুলি আপাতত অনত্যাবশ্যকীয় পণ্য (মোবাইল, ল্যাপটপ, টিভি, ফ্রিজ ) ডেলিভারি করতে পারবে না বলেই জানানো হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই সামগ্রীগুলি বিক্রি ও ডেলিভারির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। রবিবার কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা জারি করে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.