নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা :- লকডাউনের ফলে অসংখ্য দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলো এলাকার কলেজে পড়ুয়ারা। ‘প্রেরণা’ মুর্শিদাবাদ জেলা অফিস থেকে তারা প্রায় দেড়শতাধিক অসহায় মানুষের হাতে খাদ্যদ্রব্য ও মাস্ক তুলে দিয়ে নজির স্থাপন করলো। মূলত হেরিটেজ ‘ল’ কলেজ (কলকাতা),এর ছাত্রী Rummana Mustari ‘র মানবিক উদ্যোগে তার বন্ধু বান্ধবীরা নিজেদের জমানো টাকা সংগ্রহ করে এই ধরনের প্রশংসিত উদ্যোগ নিয়েছে। আজকের বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ কারী যথাক্রমে, অর্পিতা মণ্ডল, সুমনা পারভীন,রিজওয়ানা আহমেদ, ইয়ার নবী সেখ,লিপি মণ্ডলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা অসহায়দের পাশে দাঁড়াতে পেরে নিজেরা ভীষণ আনন্দিত।এই মানবিক কাজের জন্য যারা রুম্মানা মুস্তারীর ডাকে সাড়া দিয়ে সর্বোতভাবে সহযোগিতা করেছে তাদের মুর্শিদাবাদ জেলা ‘প্রেরণা’ কমিটির পক্ষ থেকে অজস্র ধন্যবাদ। তারা এভাবেই এগিয়ে চলুক। আগামী দিনে ওরা যেন অসহায় মানুষদের পাশে এভাবেই দাঁড়াতে পারে। সবাই যেন মানবিক হয় ,এটাই এখন এই সময়ের দাবী।