পবিত্র রমযান বাড়িতে বসে পালন করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

Spread the love

‘‘অতিমারির বিরুদ্ধে লড়তে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকব এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বদা রক্ষা করব’’ : পবিত্র রমযান বাড়িতে বসে পালন করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

ওয়েব ডেস্ক:- চাঁদ দেখা গেছে . আগামী কাল থেকে শুরু হচ্ছে রমযান মাস । আর এই উপলক্ষে রাজ্যের মুসলিম সম্প্রদায়কে রমযানের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে রমযান মাসে ঘরে বসে ধর্মীয় অনুষ্ঠান পালনের কথাও বললেন মমতা ।

শুক্রবার সকালেই টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘সবাইকে রমজান মুবারক! এই পবিত্র মাস হল আত্মমন্থন এবং পুনর্নবীকরণের সময়। যাঁরা এক মাস ধরে উপবাস করবেন, তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’’
তবে শুভেচ্ছাবার্তা এটুকুতেই শেষ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘জননিরাপত্তার স্বার্থে, একটা স্বাস্থ্যকর, ভাইরাস-মুক্ত সমাজ নিশ্চিত করার স্বার্থে, আমার বিনীত আবেদন যে, এ বছর আমরা ঘরে বসেই সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি।’’

গত কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিভিন্ন এলাকায় নিজেই যাচ্ছেন এবং মাইক্রোফোন হাতে তুলে নিয়ে এলাকাবাসীকে ঘরে থাকা এবং লকডাউনের নিয়মকানুন ঠিক মতো মেনে চলার আবেদন জানাচ্ছেন। এ বার রমজানের শুভেচ্ছা জানাতে যে টুইট করলেন, তাতেও ঘরে থাকার বার্তা জুড়ে দিলেন তিনি।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আসুন এই পবিত্র মাসে আমরা পরস্পরকে প্রতিশ্রুতি দিই, অতিমারির বিরুদ্ধে লড়তে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকব এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বদা রক্ষা করব।’’

আজ এক ভয়ংকর এক অদৃশ্য বস্তুর সামনে লড়াই করে চলেছে বিশ্ব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.