*সেবা* *কার্যক্রম* *চলছেই* *বেহালায়* , *অন্যান্য* *ক্লাবগুলোকে* *মধ্যবিত্তদের* *পাশে* *দাঁড়ানোর* *বার্তা* *দিলেন* *বুড়োশিবতলা* *জনকল্যাণ* *সংঘের* *সভাপতি*
পরিমল কর্মকার,অয়ন বাংলা,কোলকাতা :- থেমে নেই তারা, লকডাউন শুরু হতেই প্রায় এক হাজারেরও বেশি দুঃস্থ মানুষকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে শুরু হয়েছিল তাদের কর্মযজ্ঞ। এক মাসের বেশি অতিক্রান্ত হলেও বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের সেবা কার্যক্রম টানা চলছেই। কোনও বাছবিচার না করে মধ্যবিত্তকেও ত্রাণ দিচ্ছেন তারা। তাই মধাবিত্তদের সহায়তা করার জন্য অন্যান্য ক্লাবগুলোর কাছে বার্তাও দিলেন সংগঠনের সভাপতি রবীন মণ্ডল।
জানা গিয়েছে, রবিবার (২৬ এপ্রিল) বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ দুর্গাপূজা কমিটি ও বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ ক্লাবের উদ্যোগে ৩৫০ জন মানুষকে সবজি, সেইসঙ্গে ৩০০ জন মানুষকে চাল, ডাল, আলু, পিয়াজ ও রান্নার মশলা ইত্যাদি দিয়ে সহযোগিতা করা হয়।
সংগঠনের সভাপতি রবীন মণ্ডল বলেন, “মানুষের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, তাই নিম্নবিত্ত, মধ্যবিত্ত এসব বাছবিচার না করে সকলকেই খাদ্য সামগ্রী দিয়ে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। কারন লকডাউনের বন্ধে সকলেই তো বিপদের মধ্যে রয়েছেন। তাই রবিবারও আমরা মোট প্রায় ৬৫০ জন মানুষকে চাল, ডাল, আলু, পিয়াজ, হলুদ, লঙ্কা, নুন, সবজি ইত্যাদি বিতরণ করেছি।”
তিনি আরও বলেন, মানুষের এই বিপদে রাজ্য সরকার এবং বহু বেসরকারি সংগঠন গরিব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু মধ্যবিত্তরা রয়েছেন ঘোর বিপদে। ঘরে অন্নে টান পড়লেও, তারা মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছেন না। তাই নিম্নবিত্ত, মধ্যবিত্ত এসব বাছবিচার না করে সকলকেই তারা অন্ন ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন।
এইসঙ্গেই রবীনবাবু বলেন, শুধুমাত্র খাদ্যই নয়, কিছু মধ্যবিত্ত আছেন যারা ওষুধ থেকে শুরু করে বাচ্চার দুধ পর্যন্ত জোগাড় করতে হিমসিম খাচ্ছেন। তাই তিনি রাজ্যের সমস্ত ক্লাবগুলোর কাছে বার্তাও দিয়েছেন। বলেছেন, কোনও বাছবিচার না করে সকলকেই ত্রাণ দেওয়া একান্ত দরকার। এই দুঃসময়ে ক্লাবগুলোকে তাদের এলাকার প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে আবেদন করেছেন তিনি।