*দক্ষিণ কলকাতা জেলা তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে দরিদ্র মানুষকে রান্না করা খাবার পরিবেশন*
পরিমল কর্মকার .কোলকাতা:- দীর্ঘদিন টানা লকডাউনের বন্ধে সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন। দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা তো ভয়াবহ। এই পরিস্থিতিতে দক্ষিণ কলকাতা জেলা তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে রান্না করা খাবার পরিবেশন করা হয়।
সমাজকর্মী অজয় পাল জানান, দক্ষিণ কলকাতা জেলা তৃনমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২৮ এপ্রিল মঙ্গলবার ১২১ নম্বর ওয়ার্ডে ৮০০ জন গরিব ও মধ্যবিত্ত মানুষকে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। সারদাপল্লী কালী মন্দির, স্বামীজি স্পোর্টিং ক্লাব ও বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠ ভাবে এই খাবার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, যতদিন লকডাউন চলবে ততদিনই পার্টির পক্ষ থেকে গরীব ও মধ্যবিত্ত মানুষের স্বার্থে এই কর্মসূচি চলবে।