নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-রাজ্য রাজনীতিতে বামফ্রন্ট্র কংগ্রেস জোট ঘোঁট পাকিয়ে আস্তাকুড়ে চলে গেল। আজ প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয় দিল্লি হাইকম্যান্ডের।
সেখানেই রাজ্যে একলা লড়ার বিষয়ে সবুজ সংকেত দেন রাহুল গান্ধী। ফলে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দিতে চলেছে কংগ্রেস। জানা গিয়েছে, আগামিকাল সোমবার-ই দিল্লি উড়ে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রথমে শুরুর ৩ দফার প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়ে কাল দিল্লিতে আলোচনা হবে। প্রথম ৩ দফার প্রার্থী তালিকা আগে ঘোষণা করা হবে। তারপর বাকি ৪ দফার।প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএম। সিপিআইএম-এর প্রার্থী তালিকা প্রকাশের পরদিন শুক্রবার কংগ্রেসের সভায় দুটো শব্দ-ই বার বার ঘুরে ফিরে নেতাদের আলোচনায় উঠে আসে। “অপমানিত, বিশ্বাসভঙ্গ।” কালকের বৈঠকেই ঠিক হয় । সিপিএমের সঙ্গে আর জোট নয়,বরং রাজ্যে একাই লড়ুক কংগ্রেস। বৈঠকে সিপিএম তথা বামেদের ভূমিকার কড়া সমালোচনা করেন দীপা দাশমুন্সি।শুভঙ্কর সরকার বলেন, ”রাহুল গান্ধী নিজে হস্তক্ষেপ করেছিলেন। তার পরেও রাজ্যে সিপিএম নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কথা না শুনে আমাদের অপমান করে চলেছে।” পরিশেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, হাই কমান্ড্যের ও গ্রীন সিগনাল পাওয়া সময়ের অপেক্ষা।