নিউজ ডেস্ক .অয়ন বাংলা :- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংকল্প করেছেন যে দিল্লিতে কাউকে অভুক্ত থাকতে দেবে না। আর সেই সংকল্পের ছোঁয়া দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার আম আদমী পার্টির কর্মীদের মধ্যে। বেশ কিছুদিন ধরে জেলা কমিটির পক্ষ থেকে দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিলি করা হচ্ছে, কখনো রান্না করা খাবার তো কখনো কাঁচা রেশন। গতকাল খবরে শীর্ষে থাকা বাদুড়িয়া ও দেগঙ্গা বিধানসভার বেশ কিছু অঞ্চলে ১০০ জনের হাতে ত্রাণ তুলে দিলেন তারা। জেলার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম জানান ২ কিলো চাল ১.৫ কিলো আলু ও সোয়াবিন তুলে দিয়েছেন প্রত্যেকের হাতে। এলাকার দোকানপাট বন্ধ থাকায় পণ্য সামগ্রী কিনতে অসুবিধা হচ্ছিল সেখানকার মানুষদের। স্থানীয় কর্মীরা জেলা কমিটিকে অসুবিধার কথা জানালে তারা এই ব্যবস্থা নেন। কামারহাটি পুলিশ অনুমতি দেয়নি গাড়ি নিয়ে ত্রাণ নিয়ে যাওয়ার। পরে স্থানীয় কমিশনের . – এর সাথে যোগাযোগ করায়ে তিনি অনুমতি দেন। ইব্রাহিম বাবু কমিশন কে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনেও ‘আপ’ কর্মীরা মানুষের পাশে থাকবে এমনটাই জানান উঃ ২৪ পঃ জেলা ইনচার্জ । এখন তাদের চাঁদার প্রয়োজন তাহলে তারা আগামী দিনে আরও মানুষের পাশে থাকতে পারবেন। তাই ইব্রাহীম বাবু উত্তর ২৪ পরগনার মানুষের কাছে চাঁদার আবেদন জানিয়েছেন।