*
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের শালবনি অঞ্চলের শালবনি গ্রাম এবং ঝাড়গ্রাম পৌরসভায় ১৮২ টি পরিবারের হাতে ত্রান তুলে দিল স্বরাজ অভিযান সংগঠন
ওয়েব ডেস্ক’ ঝাড়গ্রাম :- স্বরাজ অভিযান সংগঠনের ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে একমাস ধরেই জেলার প্রান্তিক ও অসহায় মানুষে কে ন্যূনতম খাদ্য ত্রাণ পৌঁছনোর কাজ চলছে। আজও ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের শালবনি অঞ্চলের শালবনি গ্রাম এবং ঝাড়গ্রাম পৌরসভার তিনটি ওয়ার্ডে *১৮২টি পরিবারের* হাতে স্থানীয় শিক্ষাকর্মী চন্দন শতপথীর সহযোগিতায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, করলা, সোয়াবিন, সাবান, পেঁয়াজ তুলে দেন সংগঠনের পক্ষে অশোক মাহাতো সহ লক্ষ্মী মাহাত, সুজয় ঘোষ, অমিয় অট্ট্য, সৌম্য, মনোজ প্রমুখ।
করোনা মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন এর মধ্যেই চলছে দুস্থ ও বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানোর কাজ। সরকারি উদ্যগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও চলছে ত্রাণের কাজ। স্বরাজ অভিযান সেই উদ্যোগে অংশগ্রহণ করছে সারা দেশে। আগামী দিনে ঝাড়গ্রাম জেলায় আরও বেশী ত্রাণের কাজের প্রস্তুতি নিচ্ছে স্বরাজ অভিযান।