আমি শ্রমিক – আব্দুস সাত্তার

Spread the love

আমি শ্রমিক
– আব্দুস সাত্তার

আমি শ্রমিক
আমার শ্রমে পুষ্ট মালিক।
অপুষ্টি তে ভোগে আমার পরিবার ,
যৎ সামান্য পারিশ্রমিক এ জোটে না আহার।

আমি শ্রমিক
আমার শ্রমে বিত্তশালী মালিক।
আমার পকেট আজ ফাঁকা,
তাই থমকে গেছে আমার ভাগ্যের চাকা।

আমি শ্রমিক
আমার শ্রমে হাওয়ায় জাহাজে চড়ে মালিক।
আমার জোটে না- গাড়ি ভাড়ার টাকা,
তাই তো বাড়ী ফিরতে আমাকে দিতে হয় হাঁটা।

আমি শ্রমিক
আমার শ্রমে সুস্থ থাকে মালিক।
আমার জোটে না ঔষধ – পরে থাকি শয্যায়,
তাই তো আমার মৃত্যু হয় পথে ঘাটে- বিনা চিকিৎসায়।

আমি শ্রমিক
আমি অসহায়, আমি পরাধীন।
আমি শোষিত, হয়েছি আজ ক্রীতদাস,
এই পৃথিবী করেছে আমাকে জীবন্ত লাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.