রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা শুরু কেরালা থেকে মুর্শিদাবাদে ফিরল বুধবার সন্ধ্যায়

Spread the love

হাসান বাসির , অয়ন বাংলা বহরমপুর :- মুর্শিদাবাদ জেলার হাজারে হাজারে শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে । নির্মাণ শিল্প সহ বিভিন্ন কাজে এই রাজ্য ও এই জেলা থেকে শ্রমিকরা কাজ করতে যায়। কিন্তু লকডাউনের ফলে এই পরিযায়ী বিভিন্ন রাজ্যে আটকে গিয়ে পড়েন মহাবিপদে । শুরু হয় রাজনৈতিক চাপান উতর । অবশেষে কেরালার এর্ণাকুলাম থেকে 1124 জন শ্রমিক নিয়ে একটি ট্রেন বুধবার সন্ধ্যেয় বহরমপুর কোর্ট স্টেষনে পৌছল । এই উপলক্ষে বহরমপুর স্টেষনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতা কর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মত । এ ছাড়াও প্রশাসনিক আধিকারিকরা দায়িত্ব সহকারে সমস্থ নিয়ম কানুন মেনে পরিযায়ী শ্রমিকদের নিজ এলাকায় পাঠানোর ব্যাবস্থা করেন।

বুধবার বহরমপুর কোর্ট স্টেশনের চারিধারে ব্যারিকেড দিয়ে বিশাল পুলিসি মোতায়েন রেখে পুলিশি পাহারার ব্যাবস্থা করে তাদের কে নিয়ম সতর্কতা বুঝিয়ে দেন।

বহরমপুর কোর্ট স্টেশনের ভিতরে মেডিক্যাল টিমের ব্যবস্থাপনায় থার্মাল স্কিনিং করে প্রয়োজনীয় গাইড বুঝিয়ে দেওয়া হয়।

জেলা পুলিস সুপার কে শবরী রাজকুমার জানান এদিন মোট ১২২৪ জন পরিযায়ী শ্রমিক কেরালা থেকে বহরমপুর ষ্টেশনে এসে নেমেছে। তাদের কে প্রয়োজনীয় পরীক্ষা করে .
তাদের মেডিক্যাল পরীক্ষা করে বাসে করে তাদের মুর্শিদাবাদ ও নদীয়ার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।


এছাড়াও মুশিদাবাদ জেলার স্বাস্থ্য আধিকাির .
জেলার সিএমওএইচ প্রশান্ত বিশ্বাস জানান সর্বদা নজর রাখা হবে এবং মেডিক্যাল টিম এই বিষয়ে খোঁজ খবর রাখবে ।

পরিযায়ী শ্রমিকরা ঘর ফিরতে পেরে খুব খুুশিি এবং আরো অনেক শ্রমিক যেন ঘরে ফিরতে পারে সেই ব্যাবস্থা করারও অনুরোধ জানান তাঁরা !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.