মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিস থেকে খাদ্য সামগ্রী বিতরণ বেহালায়
পরিমল কর্মকার,কোলকাতা:- দীর্ঘদিন একটানা লকডাউন বন্ধের দরুন নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেই এখন আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই তার বেহালার অফিস থেকে চাল, ডাল, আলু, মাস্ক ইত্যাদি দিয়ে এলাকার মানুষকে সহায়তা করছেন পার্থ চট্টোপাধ্যায়। অটোচালক, রিক্সাচালক, দিনমজুর, বিপিএল তালিকাভুক্ত মানুষ ও অসংগঠিত কর্মক্ষেত্রের মানুষকে এই সহযোগিতার আওতায় রাখা হয়েছে বলে একটি বিজ্ঞাপনেও জানানো হয়েছে।
এব্যাপারে পার্থবাবুর বেহালার বিধায়ক অফিসে যোগাযোগ করলে অমল বৈদ্য জানান, বিজ্ঞাপনে উল্লেখিত ওই ক্যাটাগরির লোক হতে হবে, এমনটাই নয়। যেসব মানুষের খাদ্য সামগ্রীর প্রয়োজন রয়েছে তারাও যোগাযোগ করতে পারবেন। তিনি বলেন, শুধু মাত্র বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হলেই চলবে। খাদ্যদ্রব্যের প্রয়োজনে ৯৬৭৪০৭৬২৯৯/ ৯৮০৪২৭৯৮৪৮/৮৯৬১০৩০১২৯ এই হেল্প লাইন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন তারা।