গোয়ার পরর্বতী মূখ্যমন্ত্রী কে এই নিয়ে চলছে জোর জল্পনা কল্পনা

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা :- মুখ্যমন্ত্রী মনােহর পরীকর এর মৃত্যুর পর গোয়ার মূখ্যমন্ত্রী কে হবে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা, পরিস্থিতির গুরুত্ব বুঝে পরবর্তী মুখ্যমন্ত্রী খোঁজার কাজও শুরুও করে দিয়েছে গােয়া বিজেপি । বিষয়টি নিয়ে শনিবার বিজেপি বিধায়করা বৈঠকও করেন । ইতিমধ্যেই | বেশ কিছু নাম উঠে এসেছে । তবে সব থেকে বেশি আলােচিত নাম দিগম্বর কামাথ । প্রাক্তন এই বিজেপি তথা বর্তমান কংগ্রেস নেতা শীঘ্রই দলবদল করতে পারেন বলেও সূত্রের খবর । ২০০৫ সালে দিগম্বর কামাথ বিজেপি ছেড়ে কংগ্রেস যােগ দেন । তার পরই ২০০৭ সালে কংগ্রেসে টিকিটে গােয়ার মুখ্যমন্ত্রী হয়েছিলেন । বিজেপিতে থাকার সময় গােয়ায় তিনি ছিলেন দলের দু ‘ নম্বর নেতা !রবিবার দুপুরে গােয়া থেকে দিল্লির উদ্দেশে রওনা হন প্রাক্তন এই বিজেপি নেতা । তার পরই তীব্র হয়েছে দলবদলের সম্ভবনা ।
সূত্রের খবর , এ দিনই দিল্লির বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কামাথের। রাজনৈতিক মহল মনে করছে বিজেপিতে যােগ দিলে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন । পরীকরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে , কামাথকে দায়িত্ব দেওয়া হতে পারেও রাজনৈতিক মহলের খবর । যদিও দলবদল বা মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কামাথ । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কেবল বলেন , ‘ ‘ আমি দিল্লি যাচ্ছি ব্যবসায়িক কারণে । এটা আমার ব্যক্তিগত সফর । ” কামাথের বিজেপিতে যােগ দেওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন গােয়া প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গিরিশ ছােদানকার । তার দাবি , ‘ ‘ কামাথ পুরােপুরি ,কংগ্রেসী । দল ছাড়ার কোনও প্রশ্নই নেই ‘ ‘ অন্যদিকে , গােয়া বিজেপির সভাপতি বিনয় তেণ্ডুলকর কামাথের বিজেপিতে যােগ দেওয়া নিয়ে চলতি জল্পনার বিষয়ে মুখ খুলতে চাননি।এখন বর্তমানে গোয়ার রাজনীতির চাপানউতরে কে মূখ্যমন্ত্রী হয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.