পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখাল ডি ওয়াই এফ আই
জৈদুল সেখ অয়ন বাংলা , বহরমপুর:-
লকউডের প্রথম থেকেই বামপন্থী সংগঠনের জোরালো দাবি উঠে বাংলার শ্রমিকরা বিভিন্ন রাজ্যে অসহায় অবস্থায় আছে, কেউ দু মুঠো খাবারও পাচ্ছে না, তাই সেই সমস্ত শ্রমিকদের ঘরে ফেরার জন্য বার বার নবান্ন চিঠি দিয়েছে, কিন্তু তৃণমূল সরকারের সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে উদ্দ্যোগ নেয়নি বলে বার বার অভিযোগ তুলেছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
আজ দশটা নাগাদ বহরমপুর প্রশাসনিক ভবনের গেটের সামনে গলাই প্লাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাল মুর্শিদাবাদ জেলা ডি,ওয়াই,এফ,আই এর কর্মীরা।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহার দাবি অবিলম্বে রাজ্যের তথা মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে এবং সেটাও বিনা খরচে নিয়ে আসার দাবি তাদের পাশাপাশি সকল পরিযায়ী শ্রমিক ছাত্র-ছাত্রী পুণ্যার্থী যাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে তাদের সরকারি ভাবে চৌদ্দ দিনের জন্য কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করতে হবে তাদের প্রত্যেকের টেস্ট করতে হবে।
প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ তাদের আশ্বাস এরপরে উঠে যায় বিক্ষোভ।
যদি ব্যবস্থা না করে তাহলে আবারও রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা বলা হয়েছে।