তৃনমূল সাংসদ দেবের ভাইকে তৃনমূল ত্রাণ না দেওয়ায়, সাহায্য দিল সিপিএম কর্মীরা, দুঃখ প্রকাশ পরে খাদ্য সামগ্রী পাঠালেন দেব
পরিমল কর্মকার, কলকাতা : অভিনেতা তথা তৃনমূল সাংসদ দেবের আপন জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী লকডাউনের মধ্যে তৃনমূল কর্মীদের কাছ থেকে বার বার চেয়েও পাননি ত্রাণের চাল। শেষপর্যন্ত সিপিএম কর্মীরা ত্রাণ সাহায্য দেন দেবের ভাই বিক্রমকে। এই ঘটনায় সোরগোল পড়ে যায় মেদিনীপুরের কেশপুর এলাকায়। এরপরই দুঃখ প্রকাশ করে কেশপূরে নিজেদের পৈতৃক ভিটেতে পরিবারের সদস্যদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন দেব।
উল্লেখ্য, তৃনমূল সাংসদ দেব অধিকারীর আপন জ্যাঠতুতো ভাই বিক্রমদের খুব টানাটানির মধ্যেই সংসার চলে। বিক্রমের বাবা বিষ্ণুপদ অধিকারী মারা যাওয়ার পর থেকেই সে বাসের হেলপারি করে সংসার চালায়। সংসারে মা, স্ত্রী ও দুটো ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে বিক্রমের। লকডাউনে কারণে দীর্ঘদিন ধরে কোনও কাজকর্ম নেই তার। রেশন কার্ডের জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত জোটেনি রেশন কার্ড।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে বিক্রমদের ঘরে দু’দিন হাড়িও নাকি চড়েনি। তৃনমূল নেতাদের কাছে ত্রাণ সাহায্যের ব্যাপারে বললেও তারা নাকি বলেছেন, “তুমি তো সাংসদের ভাই” ইত্যাদি বলে তাকে ফিরিয়ে দিয়েছেন তারা। এরপরই সিপিএম কর্মীরা চাল, ডাল ও কিছু টাকা ত্রাণ সাহায্য করেন তাকে।
এব্যাপারে কেশপুরের তৃনমূল বিধায়ক শিউলি সাহা বলেন, বিক্রম সিপিএমের উস্কানিতে এসব কথা বলছেন। ওরা তৃনমূলের কোনও নেতার কাছেই ত্রাণের কথা বলেন নি। তবে তার ভাইয়ের তোলা অভিযোগ নিয়ে অভিনেতা দেব অবশ্য কোনও বিতর্কে জড়াতে চাননি। তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।