আবার দুই ট্রকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২১ পরিযায়ী শ্রমিক ,আহত বহু ,প্রশ্নের মুখে যোগী প্রশাসন
পথ দুর্ঘটনা ফের যোগীর রাজ্যে, দুই ট্রকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২৩ পরিযায়ী শ্রমিক ! আহত বহু
নিউজ ডেস্ক, উত্তর প্রদেশ :- ফের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটে যোগীর রাজ্যে। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ অরেয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অরেয়ার জেলাশাসক অভিষেক সিং জানিয়েছেন, এই দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩০-৩৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বাড়ি ফেরার তাড়নায় বহু পরিযায়ী শ্রমিক পথে নেমেছেন নিজেদের উদ্যোগে। সরকারের থেকে সেরম কোনো সাহায্য না পেয়ে নিজেরাই উদ্যোগী হয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। কেউ পায়ে হেঁটে, কেউ আবার নিজেরাই ট্রাক বা গাড়ির ব্যবস্থা করে। কিন্তু একের পরে এক দুর্ঘটনার খবর আছে বিভিন্ন রাজ্য থেকে। সম্প্রতি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল শ্রমিকদের। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মত রাজ্যে এই দুর্ঘটনাগুলি ঘটছে। এবার ফের উত্তরপ্রদেশে দুর্ঘটনার শিকার ২১ জন পরিযায়ী শ্রমিক। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তাদের।
স্থানীয় সূত্রে খবর রাজ্যস্থান থেকে ট্রাকে করে ফিরছিলেন পরিযায়ীরা। সেই ট্রাকে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের পরিযায়ীরা ছিলেন। অরেয়ার বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
২৪ মার্চ লকডাউন ঘোষণার পর হাঁটতে শুরু করেছিলেন পরিযায়ীরা। এরপর থেকে কখনও ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের মতো ঘটনা। সেখানে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিস ১৬ পরিযায়ী শ্রমিকের। দিন দুয়েক আগেই মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের।
কিছুদিন আগেই মহারাষ্ট্রে ট্রেনের ধাক্কায় পরিচয় শ্রমিকদের মৃত্যু নিয়ে গঠিত হয়েছিল দেশ। এর কিছুদিন পরেই মধ্যপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন পরিযায়ী শ্রমিক এবং আহত হয়েছেন ৫৪ জনেরও বেশি। অন্যদিকে উত্তরপ্রদেশেই সম্প্রতি পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন ৬ জন পরিযায়ী শ্রমিক।