২০২১ সালের NPR-এ স্থগিতাদেশ যোগীর সরকারের করোনাতঙ্কের জেরে

Spread the love

ওয়েবডেস্ক:- গোটা বিশ্বে আজ করোনা ভাইরাস এক চরম বিপর্জস্তের নমুনা । এরই মধ্যে শুরু হওয়ার কথা ছিল NPR এর কাজ । এর আগে গোটা দেশ জুড়ে চলছিল NRC ,NPR বিরোধী আন্দোলন । গোটা দেশ সাহীণ বাগ এর আদলে গড়ে উঠছিল আন্দোলন। । করোনাভাইরাস দেশ তথা বিশ্বকে ত্রস্ত করার আগে ভারতে সবচেয়ে বড় ইস্যু তৈরি হয়েছিল এনআরসি, এনপিআর এবং সিএএ-কে নিয়ে। এখন এইসব ইসু ঢাকা পড়ে গেছে করোনাভাইরাসের জন্য। এমনকি শুধু এই বছরের জন্য নয়, পরের বছরও এর কাজ নিয়ে কেন্দ্রীয় সরকার কিছু ভাবতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েই গিয়েছে। একেতো সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের প্রতিবাদ, অন্যদিকে করোনাভাইরাস। সবমিলিয়ে, এসব এখন অতীত। করোনাভাইরাসের ভয়েই ২০২১ সালের এনপিআর-এর কাজ স্থগিত করে দিল উত্তরপ্রদেশ সরকার।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ২০২১ সালে যোগী রাজ্য উত্তরপ্রদেশে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এন পি আর হওয়ার কথা ছিল। করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে সেই কাজে আপাতত স্থগিতাদেশ জারি করেছে যোগী সরকার। পরবর্তী কোন সময় এই কাজে সরকার হাত লাগাবে তা এখনো স্পষ্ট করা হয়নি।

এদিকে,গোটা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা চারিদিকে বাড়ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় NPR করা এক আত্মঘাতী সিদ্ধান্তত ।
তাই এই মুর্হূতে NPR এর বিষয়ে অন্য রাজ্য গুলি কি সিদ্ধান্ত নেই সেই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.