নিউজডেস্ক,অয়ন বাংলা:- বাংলায় বিজেপি প্রার্থী তালিকা নিয়ে জল্পনার শেষ নেই ,প্রার্থী ঘোষণা করতে নাজেহাল অবস্থা বিজেপির।এর মধ্যে তৃণমূল সব আসনেই প্রাথী তালিকা ঘোষণা করেছে।
২৫টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে বামেরাও। এ বার বিজেপির পালা। আজ বা আগামীকাল দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। তার আগে এ রাজ্যে দলের কে কোথায় প্রার্থী হবেন, তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক শিবিরে।
এ রাজ্যে কে বস কারা কারা টিকিট পাচ্ছে কে কোথায় দাঁড়াচ্ছে? এই নিয়ে নানা জল্পনা রয়েছে দলের অন্দরেই। শোনা যাচ্ছে, তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে আসা অর্জুন সিংহ ব্যারাকপুরে টিকিট পাওয়া প্রায় পাকা। প্রাক্তন আইপিএস অফিসার এবং কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেওয়া ভারতী ঘোষের ঘাটাল আসনে টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহের হবিবপুরে দীর্ঘদিনের সিপিএম বিধায়ক খগেন মুর্মুও কয়েক দিন আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে উত্তর মালদহে প্রার্থী করতে পারে দল। পদ্ম শিবিরের আলোচনায় রয়েছে বিধাননগরের মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের নামও। তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দিলে তাঁকে দমদমে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। কিন্তু তা না হলে ওই কেন্দ্রে আলোচনায় রয়েছে শমীক ভট্টাচার্য বা রাজু বন্দ্যোপাধ্যায়ের নাম।
প্রাথী তালিকা বিজেপি এর অন্দরে জল্পনা রয়েছে সে সব নাম নিয়েও। যেমন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দাঁড় করানো হতে পারে মেদিনীপুরে। বারাসতে সায়ন্তন বসুর নাম ঘোষণা করতে পারে বিজেপি। বনগাঁ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন সদস্য মঞ্জুলকৃষ্ণ ঠাকুর টিকিট দাঁড়াতেপারেন। মতুয়া সম্প্রদায়ের ভোটের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে পারে দল। এ ছাড়া পুরুলিয়ায় নরহরি মাহাত, বালুরঘাটে সুকান্ত মজুমদারের নামও আলোচনা হয়েছে দলের অন্দরে। সব মিলিয়ে গেরুয়া শিবিরে প্রার্থী তালিকা তৈরী করা নিয়ে ব্যাস্ততা তুঙ্গে।