এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিনহা কে গ্রেফতার করল মোদী সরকার

Spread the love

ওয়েবডেস্ক:- এবার প্রতিবাদ করায় গ্রেফতার । গোটা দেশ জুড়ে চলছে এক অগণতান্ত্রিক প্রক্রিয়া । প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জমানার কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে গ্রেফতার করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিল্লি পুলিশ। সূত্রের খবর, এদিন দিল্লির রাজঘাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজঘাটে ধর্নায় বসেছিলেন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার্থে সশস্ত্র বাহিনীকে তাদের সাহায্যের দাবি তুলে। গ্রেফতারের বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন তিনি।
মোদী-শাহ জমানায় বাজপেয়ী জমানার যেসব নেতারা বিজেপি ত্যাগ করেছেন তাদের মধ্যে অন্যতম এই যশবন্ত সিনহা। প্রাক্তন বিদেশমন্ত্রী যশবন্ত বর্তমান কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। বিগত কয়েকদিন ধরে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। কেন্দ্রীয় সরকার শ্রমিকদের সংকট সামাল দিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন। এদিন যশবন্ত রাজঘাটে ধর্নায় বসেছিলেন। তাঁর দাবি ছিল, সশস্ত্র বাহিনীকে কাজে লাগিয়ে সমস্ত শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে হবে। যতদিন না তাঁর দাবি পূরণ হচ্ছে ততদিন তিনি ধর্নাও চালিয়ে যাবেন বলে হুমকি দেন। এরপরই এদিন বিকেলে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

এই নিয়ে শুরু হয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.