ভাঙ্গা স্বপ্ন
– আব্দুস সাত্তার সাহাব
রৌদ্র উজ্জ্বল সকাল—
সূর্য কিরণের রক্তিম আভা,
সবে অন্ধকার ছিন্ন করে উজ্জ্বল সূর্যের উদয়,
হঠাৎ কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল চারিদিক।
ভীত হয়ে ছুটে এল কিশোর কিশোরী,
আড়াল থেকে মেঘের গর্জন –
উষ্ণ শীতল ঝড়ো হাওয়ার শণ শণ আওয়াজ ।
ঘন ঘন বজ্রের হুংকার ।।
এ কেমন প্রভাত
ভেঙে চুরমার করে দিল নিশা স্বপ্ন ।