নিজস্ব সংবাদদাতা,রঘূনাথগঞ্জ:- এশিয়ান মিশন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এশিয়ান আইডিয়াল মডেল স্কুল (AIMS) এর পরিচালনায় মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মির্জাপুর এলাকার কয়েকটি গ্রামের ৫০ থেকে ৬০ টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বিভিন্ন খাদ্যসামগ্রী (মুড়ি, আলু, সরিষার তেল, সয়াবিন, চিনি, ডাল, সার্ফ, লাচ্ছা ইত্যাদি) বিতরণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “করোনা ভাইরাসের এই বিপর্যয়ের সময়ে বিদ্যালয় সংলগ্ন এলাকার দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত।” আজকের এই বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার শরীফ হাসান চৌধুরী, আমিরুল ইসলাম, সহশিক্ষক মোঃ কামিরুজ্জামান, মোহম্মদ আব্বাস উদ্দিন, হাসিবুল সেখ, শিক্ষাকর্মী সুকমল সরকার সহশিক্ষিকা তনুজা বিবি, নার্গিস খাতুন, টগরী খাতুন ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ। এলাকার শুভানুধ্যায়ী ব্যক্তি এবং অভিভাবকরা স্কুলের কর্ণধার, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীগণের এই উদ্যোগের ভূয়শী প্রসংশা করেন।