মুখ্যমন্ত্রীর পাড়ার বাসিন্দা তৃণমূল বিধায়ক তমোনাস ঘোষ করোনা’য় আক্রান্ত
পরিমল কর্মকার (কলকাতা) : করোনা সংক্রমণ এবার খোদ মুখ্যমন্ত্রীর পাড়াতেই। আক্রান্ত হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য তামোনাশ ঘোষ। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, কয়েকদিন আগে তিনি আলিপুরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি ছিলেন কিন্তু করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই গতকাল (মঙ্গলবার) তাকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, তিনি ফলতার বিধায়ক ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একজন অন্যতম কর্মকর্তা। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিবহন চালু করার নির্দেশ দেন। তিনি সেই নির্দেশ কার্যকর করতে গত সোমবার সকালে দুর্গাপুরে যান । সেখানেই অসুস্থ পড়েন তিনি। কলকাতায় ফিরলেই গত শুক্রবার আলিপুরের একটি নার্সিং হোমে ভর্তি করা হয় তাকে।
লালারস পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। তার শারীরিক অবস্থা এখন কিছুটা ভাল, বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কালীঘাটে হরিশ চ্যাটার্জী স্ট্রীটে মুখ্যমন্ত্রীর পাড়াতেই তার বাড়ির ঢিল ছোড়া দূরত্বে থাকেন বিধায়ক তমোনাস ঘোষ। তার করোনা সংক্রমনের কথা জানাজানি হতেই উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।