নিউজ ডেস্ক:- আমফানের ধ্বংশলীলা গোটা রাজ্যকে কার্যত অসহায় করে দিয়েছে। আর বিরোধী দলগুলির প্রতিনিয়ত চলছে সমালোচনা । এই রকম এক কঠিন পরিস্থিতিতে আমফানের গ্রাসে যাঁরা মাথার ছাদটুকুও হারিয়েছেন, তাঁদের প্রত্যেককে এককালীন ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “আমফানের দাপটে অনেকেরই বাড়ি ভেঙে গিয়েছে, থাকার জায়গাটুকু নেই। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেবে সরকার।” এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে একটা টাস্ক ফোর্সও গঠন করলেন মুখ্যমন্ত্রী। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বহু জায়গায় টিউবওয়েল। সেক্ষেত্রে টিউবওয়েলের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
এর আগে মৃতদের পরিবারগুলিকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য প্রদান করা হয়েছে। এ ছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।