অর্জুন সিং এবার হালিশহর পৌরসভার চেয়ারম্যানকে মারার হুমকি দিলেন.নির্বাচিত সাংসদকে নিয়ে উঠছে প্রশ্ন

Spread the love

নিউজ ডেস্ক:- অর্জুন সিং মানে বিতর্ক বেআইনী কার্যকলাপ । আজ হালিশহর ১০ নং ওয়ার্ডে আক্রান্ত এক বিজেপি কর্মীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে এবং মারধর করছে। ওই বিজেপি কর্মী সঙ্গে সাক্ষাৎ করে ফেরার পথে সাংসদ অর্জুন সিং চিৎকার করতে থাকেন এবং বলেন, ‘এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নেতা অর্থাৎ যে নেতৃত্ব দিচ্ছেন হালিশহরের চেয়ারম্যান,তাকে তোমরা পেটাও।’ এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। অন্যান্য বিভিন্ন দলের নেতারা বলছেন, তিনি একজন জনপ্রতিনিধি, জনগণের দ্বারা তিনি নির্বাচিত। তিনি আরএকজন জনপ্রতিনিধি উদ্দেশ্যে এরকম কটু কথা কিভাবে বলতে পারেন! তিনি একজন সাংসদ হয়ে প্রকাশ্যে কিভাবে হুমকি দিতে পারেন? এই নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। অর্জুন সিং একজন সাংসদ তার মুখে এই সমস্ত কথা মোটেই শোভনীয় নয়। ‌ সাংসদের এইরকম কথা বার্তা নিয়ে নানারকম প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক দল। অন্যদিকে তৃণমূলের নেতৃত্বরা বলছেন,পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের বিশ্বাস, আমাদের ভরসা, আমাদের সাধারণ মানুষের রক্ষা কবচ।আপনারাই দেখুন একজন সাংসদ পাশে একজন চামচা নিয়ে কিভাবে পুলিশ কে চমকাচ্ছে। সাধারণ মানুষ কি এর বিচার করবে না? ভাটপাড়ায় তো আগেই শিক্ষা, কালচার নষ্ট হয়ে গেছে, এবার তাঁর চোখ আমাদের হালিশহর এবং কাঁচরাপাড়ার দিকে।

সৌজন্য :- অবতক খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.