অয়ন বাংলা,পূর্ব মেদনাপুর : বিড়াল প্রজাতি গন্ধকুল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পটাশপুর থানা এলাকার নোনা কৌড়দা গ্রামে আজ পাওয়া গেছে একটি গন্ধগকুল। গ্রামের একটি বাঁশের জঙ্গলের মধ্যে আহত অবস্থায় এই বিরল প্রাণী টি কে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রাণীটি বিরল প্রজাতির গন্ধগোকুল বলেই জানিয়েছেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল ঝড় বৃষ্টির কারণে কোনোভাবে গাছ থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছে প্রাণীটি। গন্ধগোকুল টি কে দড়ি দিয়ে বেঁধে রেখেছে গ্রামবাসীরা। খবর দেওয়া হয়েছে স্থানীয় বন দপ্তরে। উদ্ধার হওয়ার পর থেকে বিরল প্রজাতির এই প্রাণীটি কিছুই খাওয়া-দাওয়া করেনি। মানুষজন চাইছেন প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যাক বন দপ্তর। প্রাথমিক চিকিৎসা করিয়ে তারপর আবার ছেড়ে দিক পটাশপুর এলাকার নোনা কৌড়দা গ্রামের ওই বাঁশ জঙ্গলে। গন্ধগকুল টি কে দেখতে ভিড় জমান এলাকায় বহু মানুষ।