বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে ঝড়ে ভাঙ্গা গাছ ১০ দিন ধরে বিপদজ্জনক অবস্থায বিদ্যুতের তারের উপর, বিপদের আশঙ্কা এলাকাবাসীর

Spread the love

বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে ঝড়ে ভাঙ্গা গাছ ১০ দিন ধরে বিপদজ্জনক অবস্থায বিদ্যুতের তারের উপর, অন্ধকারাচ্ছন্ন রাস্তাঘাটে বড়সর বিপদের আশঙ্কা

পরিমল কর্মকার (কলকাতা) : আমফান সুপার সাইক্লোনে বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে একটি বড় গাছ ভেঙ্গে ল্যাম্পপোস্টে বিদ্যুতের তারের উপর গিয়ে পড়েছিল। ঝড়ের পর ১০ দিন কেটে গেলেও বিদ্যুতের তারের উপর বিপদজ্জনক অবস্থায় ওই ভাবেই ভাঙ্গা গাছটি পড়ে রয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পাড়ার রাস্তাঘাট অন্ধকার থাকলেও হুঁশ নেই স্থানীয় কাউন্সিলরের। অভিযোগ, বিদ্যুতের তারের উপর গাছের বড় বড় ডালপালাগুলো ঝুলে থাকার দরুন যখন তখন ছিঁড়ে বা ভেঙ্গে পড়তে পারে বিদ্যুতের তার কিংবা ল্যাম্পপোস্ট। এজন্য বড়সর দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। তারাতলা বিদ্যুৎ দফতর ও স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে বিষয়টি জানালেও আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।

উল্লেখ্য, গত ২০ মে আমফান ঝড়ে বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে নফর চন্দ্র দাস রোডে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে ল্যাম্পপোস্টে (লাইট পোস্ট নম্বর ৮৯/৯) বিদ্যুতের তারের উপর। বিদ্যুতের ঝলকের মতো ফ্ল্যাশ আর গুলি, বোমা ফাটার মতো বিকট শব্দে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বাসিন্দাদের পক্ষ থেকে খবর যায় তারাতলা বিদ্যুৎ দফতরে। তারপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ব্যাস ওই পর্যন্তই।

তারপর কেটে গিয়েছে আরও ১০ দিন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ল্যাম্প পোস্টে স্ট্রিট লাইটগুলো জ্বলছে না। যারফলে সন্ধ্যার পর থেকেই এলাকার রাস্তাঘাট অন্ধকারাচ্ছন্ন। বিদ্যুৎ দফতরে এলাকার বাসিন্দারা বারংবার গেলেও “আজ হবে, কাল হবে” করে দিন পর দিন ঘোরাচ্ছেন তারা। স্থানীয় তৃণমূল কাউনসিলর সুশান্ত ঘোষকে বিষয়টি জানিয়েও তার কাছ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় তার কাছে এখন আর কেউ যেতে চাইছেন না বলে অভিযোগ। তাই আসন্ন বিপদের আশঙ্কায় ক্ষোভে ফুঁসছেন বেহালার ১২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.