বন্ধ ঘর থেকে উদ্ধার রাজ্যের শীর্ষ পুলিশ কর্তার প্রাক্তন স্ত্রী ও তাঁর মায়ের দেহ
পরিমল কর্মকার (কলকাতা) :- বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বিধাননগর বি ই ব্লকে। বাড়ির দরজা ভেঙ্গে পাপিয়া দে (৮০) ও শর্মিষ্ঠা কর পুরকায়স্থের (৬০) মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, শর্মিষ্ঠা দেবী কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়েস্থের প্রাক্তন স্ত্রী।
সূত্রের খবর, শনিবার রাতে বিধাননগর কমিশনারেটে একব্যক্তি ফোন করে জানান, ২ দিন ধরে দেখা যাচ্ছেনা পাপিয়া দেবী ও শর্মিষ্ঠা দেবীকে। ঘরের ভেতর থেকে বন্ধ তাদের দরজা। প্রতিবেশীরা ডাকলেও ভেতর থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছেনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দরজা ভেঙ্গে উদ্ধার করে মা ও মেয়ের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দুটি আলাদা আলাদা ঘরে ছিল। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আর জি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
তবে এই মুহূর্তে যা খবর তাতে জানা গিয়েছে, তারা দুজনে কি কোনও রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন নাকি তারা আত্মহত্যা করেছেন, বিষয়টি তদন্ত করছে পুলিশ। তবে দেহে আঘাতের কোনও চিহ্ন পায়নি মেলেনি বলে পুলিশি সূত্রে জানানো হয়েছে।