বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম কি বিজেপি প্রার্থী তালিকায়,জোর জল্পনা রাজ্য রাজনীতিতে
ওয়েব ডেস্ক:- ওয়েব পোর্টালে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে জোর জল্পনা বঙ্গ-রাজনীতিতে। জানা ষাচ্ছে , মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষা বৈশাখীর সঙ্গে এ দিন যোগাযোগ করে বিজেপি নেতারা , দিল্লি থেকে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশেই তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন রাজ্যে দলের নির্বাচন ব্যবস্থাপনা কমিটির কনভেনার মুকুল রায়। কোন কেন্দ্র থেকে প্রার্থী হবে সেই প্রস্তাব দেওয়া হয়, তবে মুকুলবাবু বা বৈশাখীদেবীর কাছ থেকে এই প্রস্তাবের বিষয়ে আশ্বস্ত হওয়া যায়নি বলেও জানা গিয়েছে।
প্রাক্তন মহানাগরিক শোভনবাবুর সঙ্গে স্ত্রী রত্নাদেবীর মনোমালিন্য শুরুহওয়ার পরই প্রকাশ্যে আসে বৈশাখীদেবীর নাম। তাঁর সঙ্গে শোভনবাবুর সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমের মারফত সাধারণ মানুষের আলোচনার রসদ হয়ে যায়। স্বাভাবিক ভাবেই তাঁর পরিচিত ও প্রচারকে কাজে লাগিয়ে বিজেপি তাঁকে প্রার্থী করার পরিকল্পনা নিয়ে থাকলে অবাক হওয়ার কিছু নেই। যদিও বৈশাখীদেবী বিজেপির প্রস্তাবে সম্মত হচ্ছেন না বলেই আপাতত জানা গিয়েছে। তবে সাম্প্রতিক কালে একাধিক তৃণমূল সাংসদ-নেতা যে ভাবে বিজেপির দিকে পা বাড়িয়েছেন, সে ক্ষেত্রে শোভন-বৈশাখীর তৃণমূল থেকে দূরত্ব এবং বিজেপি দিকে দিকে ঝোঁক থাকাটা স্বাভাবিক।