ঠাকুরপুকুরে একই ঘরে তিন জনের রহস্যজনক মৃত্যু
পরিমল কর্মকার (কলকাতা) : ঠাকুরপুকুর থানা এলাকায় সত্যনারায়ণ পল্লীর একটি বাড়িতে একটি ঘর থেকে মঙ্গলবার সকালে তিন জনের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। মৃতরা হলেন গোবিন্দ কর্মকার (৮০), তার স্ত্রী রুনু কর্মকার (৭০) ও ছেলে দেবাশীষ কর্মকার (৫০)।
জানা গিয়েছে রুনু কর্মকার প্যারালাইসিস পেসেন্ট। ছেলে দেবাশিস পঙ্গু। আর গোবিন্দ কর্মকার নিজেও অসুস্থ উপরন্তু তার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ।
উল্লেখ্য, গত রবিবার গোবিন্দ কর্মকার রাস্তায় মাথা ঘুরে পড়ে যান। তাকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে ভর্তি নেওয়া হয় নি। জানা গিয়েছে, তার গায়ে সামান্য জ্বরও ছিলো। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আরও দু -একটিি সরকারি হাসপাতালে নিয়ে গেলেও তাকে ভর্তি না করে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ায কি করে তাদের চিকিৎসা হবে এনিয়ে গোবিন্দবাবু ওইদিনই মানসিক ভাবে ভেঙ্গে পড়েন বলে স্থানীয় বাসিন্দারা জানান।
তারপরই মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর যায় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে তিনজনই মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে। খাটের উপরে একটি বাটিতে লেখা রয়েছে “এর মধ্যে বিষ আছে, সাবধান।”
পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। দেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে রিপোর্ট আসার পরই জানা যাবে কি কারণে মৃত্যু হয়েছে।