কান্দীতে কংগ্রেস বামফ্রন্ট বিজেপি থেকে দুশো জন কর্মী তৃণমূলে যোগদান করল

Spread the love

নিজস্ব সংবাদদাতা.কান্দী.:- মুর্শিদাবাদ জেলা এক সময়ের শক্ত ঘাঁটি ছিল কংগ্রেসের । গত লোকসভা নির্বাচনেেে ও অধীর চৌধুরী তাঁর গড় ধরে রাখলেও জেলার অন্য দুটি লোকসভা তৃণমূলের দখলে আসে । ধীরে ধীরে কংগ্রেসের পায়ের তলার মাটি সরতে থাকে ,কংগ্রেস বামফ্রন্ট ছেড়ে দলে দলে মানুষ তৃণমূলে আসতে শুরু ।

যা এখনও অব্যাহত।এবার কান্দীতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা_বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে ও উন্নয়নের শামিল হতে মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস-বাম-বিজেপি দল ছেড়ে 200 জনের অধিক কর্মী কান্দি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও লড়াকু জননেতা পার্থপ্রতিম_সরকার (বাপি সরকার) এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন !ধীরে ধীরে কান্দী ব্লকেও ভাঙ্গন শুরু হয়েছে । চলছে তৃণমূলে যিগদান পর্ব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.