নিজস্ব সংবাদদাতা;অয়ন বাংলা:- জমিয়তে আহলে হাদীস পশ্চিমবাংলা সংগঠনটি একটি ধর্মীয় সংগঠন হলেও বিভিন্ন সময়ে তারা অসহায়- দুর্গত মানুষের সেবায় আত্মনিয়োগ করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার লকডাউন ও তৎপরবর্তীতে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে এসে তারা দাঁড়িয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনার বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি- বন্টনের কাজ তারা নিরলসভাবে করে চলেছে। আজও তারা হাসনাবাদ- হিঙ্গলগঞ্জ দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সংগঠনের রাজ্য সম্পাদক আলমগীর সরদার জানান, ” বন্যার দুর্গতদের সেবা করা ,কারণ, এখনো বাঁধ মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়ার ফলে একাদিক্রমে প্রায় এক মাস হতে চলল হাসনাবাদ-হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় প্রতিদিন জোয়ারের পানিতে তারা হাবুডুবু খাচ্ছে। স্থানীয় মানুষেরা বিভিন্ন ত্রাণশিবিরে বা রাস্তার দু’ধারে আশ্রয় নিয়েছে। খাদ্য পানীয় ও বাসস্থানের তাদের যথেষ্ট অভাব। তিনি জানান, করোনা ও দুর্যোগের আবহে একশ্রেণীর মানুষ ধর্মীয় ভেদাভেদ করে যখন বাংলার আকাশ কে দূষিত করতে চাইছে, ঠিক সে সময় হিন্দু মুসলিম নির্বিশেষে আর্ত মানুষের সেবায় আমাদের সংগঠন কাজ করে চলছে। আজ তারা হাসনাবাদ-হিঙ্গলগঞ্জের পাটলি উত্তরপাড়া, জয়গ্রাম, বালিয়াডাঙ্গা, দাসপাড়া, খলিশাখালি, দাদন পাড়, মিশন পাড়া, পূর্ব ঘুণী, শকুন্তলা ইত্যাদি অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।”
I ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জমিয়তে আহলে হাদিসের উত্তর 24 পরগনার জেলা সভাপতি হানিফ আলহাদী, সম্পাদক আব্দুল হামিদ ফাইজি, ক্যাশিয়ার শিক্ষক জিয়ারুল ইসলাম বারাসাত থানা সভাপতি হাসানুজ্জামান স্বরুপনগর থানা সভাপতি মেহেরুল মোল্লা, বাদুরিয়া থানা সম্পাদক নাজিবুল্লাহ প্রমূখ।
এই ভাবে আগামীদিনে প্রতিনিয়ত মানুষের পাশে মানুষের সেবা করে চলবে জানান আলমগীর সরদার সাহেব।