ওয়েব ডেস্ক, কলকাতা:- কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করেছিল এবার রাজ্য সরকার ঘোষণা করল করোনা সংক্রমণ রুখতে আগামী জুলাই মাসেও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পঠন পাঠন বন্ধ রাখা হবে বলে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার রূপরেখা নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন শুরু করার মত পরিস্থিতি এখনো আসেনি৷
তিনি আরো বলেন, এ বিষয়ে অন্যান্য রাজ্যগুলি কী পদক্ষেপ নিচ্ছে তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য বিধি মেনেই সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হবে৷ পড়ুয়াদের স্বাস্থ্যের সঙ্গে কোনও ভাবেই সমঝোতা করা হবে না বলে শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, সমস্ত করোনা সর্তকতা মেনে কীভাবে নতুন করে পঠন-পাঠন শুরু করা যায় তা নিয়ে এদিন দীর্ঘ আলোচনা হয়েছে৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী জুলাই পর্যন্ত স্কুল বন্ধ থাকবে৷
এমনিতেই করোনা সংক্রমন দিন দিন বেড়েই চলেছে ,গোটা দেশের সঙ্গে এরাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমন এই সময় বিদ্যালয় খোলা খুবই ঝূকিপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল।