কান্দুরিয়া হাইস্কুলে পূর্বাভাসের ৪০০ তম ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডা
নিজস্ব সংবাদদাতা : গত ২০ আগস্ট মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত কান্দুরিয়া হাইস্কুলে মহা সাড়ম্বরে পূর্বাভাসের ৪০০ তম ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হল । জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পঞ্চাশ জনেরও বেশি কবি-সাহিত্যিক এ দিনের আড্ডায় উপস্থিত ছিলেন ।
পূর্বাভাস পত্রিকার সম্পাদক ও এ আড্ডার জনক আবুল কালামকে সম্মাননা প্রদান করা হয় । এদিনের আড্ডায় আড্ডাধিপতি ছিলেন অনিল কুমার ঘোষ ও প্রধান অতিথি ছিলেন মহঃ গোলাম মোস্তাফা ।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন – করেন ইচ্ছে, গুড্ডি ও তোর্সা। আয়োজকের পক্ষে প্রারম্ভিক বক্তব্য পরিবেশন করেন অর্পিতা মণ্ডল।
গ্রামীণ সাহিত্য চর্চায় পূর্বাভাসের অবস্থান বিষয়ে বক্তব্য রাখেন গোলাম মোস্তাফা , নন্দ দুলাল কর্মকার, রুদ্রদেব চক্রবর্তী ,মতিউর রহমান,মিহির কুমার মন্ডল , ড. সূর্যেন্দু দে, জাহিদুর রহমান, এম. মণিরুল হক প্রমুখ।
স্বরচিত কবিতা পাঠ করে শোনান তপন কুমার পরমানন্দ, আশীষ মন্ডল, মসরিন সুলতানা, সম্রাট দাস, সুমন্ত দে, আবুল কালাম, জানসারুল সেখ, আনিসুর রহমান, খাইজুল মিঞা, সাক্ষী গোপাল দেব, আব্দুস সালাম, মৃন্ময় সূত্রধর, বাদল চন্দ্র ঘোষ আরও অনেক । মতিউর রহমান সম্পাদিত ‘সাহিত্যের অয়ন’ (১২ বর্ষ, ৩য় সংখ্যা) আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়। এ দিনের আড্ডায় স্থানীয় শিশু শিল্পীরা দেশাত্মবোধক গান নৃত্য পরিবেশন করে।
এ দিনের সুচারু সঞ্চালনায় ছিলেন কবি সুব্রত পাল ।
বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে এ দিনের সাহিত্য আড্ডার সমাপ্তি ঘটে।