আমরা আমাদের পূর্বপুরুষদের দেখেছি, আমৃত্যু পছন্দের সবকিছু উদরপূর্তি করে খেয়েছে; তথাপি গ্যাসের ওষুধ খেতে হয়নি! পেট আপেল বা নাসপাতির মতও হয়নি৷ অথচ, বর্তমানকালে, জন্ম থেকেই বাচ্চার পেটের নানা সমস্যা, শিশুকালেই কোষ্ঠকাঠিন্যতা, ১৫-২০ বছর বয়স না হতে হতেই গ্যাসের বিবিধ সমস্যা৷ হ্যাঁ, কথাগুলি আপনি আপনার আশআশে অহরহ দেখতে পাবেন৷ ইদানিং এটাই বাস্তবতা৷
গ্যাস্ট্রো, ফিজিসিয়ান কম দেখানো হয় না! তথাপি,মুখ টক হয়ে থাকা, গলা বুক জ্বালা করা, হজম ১০০% না হওয়া, অল্পতেই পেট ভর্তি হয়ে যাওয়া, পরিস্কার পায়খানা না হওয়া, পেটে ব্যাথা , পেটে ভুটভাট শব্দ, পায়খানাতে আমাশা ভাব প্রভৃতি নানা সমস্যা জটিল থেকে জটিল হতে থাকে৷ জীবনের আনন্দ বিষন্নতায় ডুবে থাকে৷ আয়ু আছে, তাই বেঁচে থাকা— এই রকম মানসিকতায় জীবনটা গ্লানিময় হয়ে উঠে৷ বহু ডিগ্রিধারী, বড় বড় প্রতিষ্ঠানের ডাক্তারগুলির প্রতি ক্ষোভে মনটা বিষাক্ত হয়ে উঠে৷ আজ, এইরকম চিত্র সর্বত্র৷ তাহলে, কী আপনি হতাশ হয়ে গেছেন?
মনে রাখবেন, আপনার দেহ সব সময় আপনার সাপোর্টে কাজ করে৷ শুধু সঠিক ও সত্য তথ্যসহ জেনে বুঝে ওষুধ প্রয়োগ করতে হবে৷
এর উপর একদিন বিস্তারিত লাইভ আলোচনা করার ইচ্ছা পোষন করলাম৷ ইনশাল্লাহ সময় ও সুযোগ হলে হবে৷
তবে, নিশ্চিৎ জানুন, প্রতিদিন সকালে খালিপেটে ফ্রেশ অর্গানিক সেলেরি জুস ২০০ মিলি পাণ করুন; আপনার পেটের যাবতীয় সমস্যা এক সপ্তাহের মধ্যেই অনেকাংশে দূর হয়ে যাবে৷ কিন্তূ, আমাদের দিকে জোয়ান গাছের চাষ বন্ধ আছে৷ পুণঃরায় প্রত্যেককে অনুরোধ করছি, বাড়ীতে, জমিতে এটা চাষ করুন৷ ফল মারাত্মক পাবেনই ইনশাল্লাহ৷
যেহেতু, গাছ আপাততঃ নাই, তাই কাঁচা জোয়ানকে ৮-১০ ঘন্টা জলে ভিজিয়ে ঐ জলটা খান৷ তাতেও অনেক কাজ পাবেন৷ দুধের স্বাদ ঘোলে মিটবে আর কি!
সবরকম দূরারোগ্য ও জটিল রোগের ব্যাপারে পরামর্শ পেতে যোগাযোগ www.dryearali.com