মাসুম আনসারী, অয়ন বাংলা নিউজ,সমশেরঞ্জ :-ভারতীয় স্টেট ব্যাংকের অকর্মণ্যতা ধরা পরল ধুলিয়ান এস বি আই ব্যাংকে।
গ্রাহক শফিকুল ইসলাম এর অভিযোগ ভারতীয় স্টেট ব্যাঙ্কে ও ধুলিয়ান শাখাই দীর্ঘ 25 বছর ধরে তার একটি সেভিংস একাউন্ট বই রয়েছে।
ওই সেভিংস বইটি চেঞ্জ করার জন্য নতুন বইতে ক্রিয়েট ফরওয়ার্ড করার সময় ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের নাম ঠিকানা লেখার সময় গ্রাহকের বাবার নাম সিরাজউদ্দিন আহমেদ এর পরিবর্তে স্কুল আলম লিখেছে এবং এই বইয়ের সংশোধন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ অস্বীকার করছেন।
ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাংকের গ্রাহক পরিষেবা না কাল হয়রানি হচ্ছে বলে মনে করা যায় এবং অকর্মণ্য তার প্রমাণ দিনের আলোর মত পরিষ্কার হয়ে যাই