ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা — মুর্শিদাবাদ বহরমপুর সাবডিভিশনে সংখ্যালঘু মুসলিমদের জন্য তথা ভাবতা ও তার সংলগ্ন গ্রামগুলির জন্য ১৯২৭ সাল থেকে বহু কৃতি ছাত্র ছাত্রী ও নাগরিক দান করেছে৷ প্রায় প্রতি বছরই হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম দশে কেউ না কেউ থাকবেই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ৷ এবারও তার ব্যতিক্রম হল না৷
২০১৯ সালের হাইমাদ্রাসা পরীক্ষায় রাজ্যে প্রথম দশে তিনজন ঠাঁই করে নিল৷ ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার বোর্ডের ২০১৯ এর চমৎকার ফাইনাল রেজাল্টের প্রথম তিনজনের নাম।
১। মোঃ কাইফ আলী – ৭৫৪- সম্ভাব্য ৫ম
২। শাহিম মোহাম্মদ – ৭৪৯- সম্ভাব্য ৭ম
৩। নাফিসা খাতুন – ৭৪৬- সম্ভাব্য ১০ম
এছাড়া ৮০% এর উপর ১৪ জন নম্বর পেয়েছে৷
ভাবতা আজিজিয়ার ফলাফল, পরীক্ষার্থীর সংখ্যা ১৯৬, উত্তীর্ণ-১৯৬,৯০%-৫জন,৮০%-১৪জন,৬০%-৫৫জন
এই মাদ্রাসা থেকে রাজ্যে স্থানাধীকারী অনেক ছাত্রই বর্তমানে ডাক্তার, মাষ্টার, ইন্জিনিয়ার, প্রফেসর, সরকারী অফিসার প্রভৃতি দিকে প্রতিষ্ঠিত হয়েছেন৷
২০১৯ এর সফল আজিজিয়ার ছাত্রদেরও উজ্বল ভবিষ্যৎ হোক৷