অয়ন বাংলা নিউজ,ওয়েবডেস্কঃ-
যারা প্রতিরক্ষা মন্ত্রক সামলাতে পারেনা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার নথি যারা সুরুক্ষিত রাখতে পারেন না তারা একটা গোটা দেশ সামলাবে কিভাবে? এবার রাফালের গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়া নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে জোর কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরনোর সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নিজেরাই স্বীকার করে নিয়েছে, প্রতিরক্ষামন্ত্রক থেকে নথিপত্র চুরি গিয়েছে। যারা প্রতিরক্ষামন্ত্রক সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কী করে?এ’দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘আবার গর্ব করে বলছে, আমাদের নথি কেউ চুরি করে নিয়ে গিয়েছে!’ এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন,এটা তো কেন্দ্রীয় সরকারের সামলানোর কথা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার নথি যদি সুরক্ষিত না থাকে তাহলে দেশের নিরাপত্তা কী করে সুরক্ষিত থাকবে বলে জানিয়েছিলেন, এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। একই সুর শোনা গেলো মুখ্যমন্ত্রীর কথাতেও এ’দিন বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তদন্তের প্রয়োজন রয়েছেসঙ্গত,সুপ্রিম কোর্টের শুনানিতে কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছে, প্রতিরক্ষামন্ত্রক থেকে রাফায়েল চুক্তির নথিপত্র চুরি গিয়েছে।