শিশু শ্রম আইন ছেলে খেলে নয় –

Spread the love

ওয়েব ডেস্ক :-    ইকোটোরিয়াল গুয়েনা দেশটার নাম শুনেছেন ? আমি তো শুনিনি। ম্যাপ খুলে দেখলাম সেন্ট্রাল আফ্রিকার ওয়েস্ট কোস্টে ছোট্ট একটি দেশ। এই দেশটি কেন খুঁজলাম ? কেননা স্পেনের এক সতেরো বছরের বালক, ফুটবল ওয়ার্ল্ডে হৈচৈ ফেলে দিয়েছে। ছেলেটির নাম লেমিনে ইয়ামল।

এই ছেলেটির জন্ম স্পেনে কিন্তু ওর মা ইকোটোরিয়াল গুয়েনা-র আর বাবা মরোক্কোর। ছেলেটির এমন ফুটবল প্রতিভা যে মাত্র ১৬ বছর বয়েসে সে স্পেনের জাতীয় দলে জায়গা করে নিয়েছে এবং আবির্ভাবেই ইউরো কাপ মাতিয়ে দিয়েছে। এ যেন এক অভিমন্যু যে কুরুক্ষেত্রে চক্রব্যূহ ভেদ করে ঢুকে পড়েছে, যার যুদ্ধ দেখে ভীষ্ম, দ্রোণের মতো তাবড় ফুটবল কোচেরাও বলছেন “ঠিক যেন অর্জুন !”

ইউরোপের খবরে প্রকাশ, প্যারিসের সাঁ-জা ক্লাব নাকি এই বাচ্চা প্লেয়ারটিকে পেতে ঝাঁপিয়েছে এবং তারা নাকি ওর জন্য ২২৫ মিলিয়ন ইউরো (ভারতীয় টাকায় ২০০০ কোটি টাকারও বেশি) দিতে রাজি – এতো টাকা নাকি তারা নেইমারের জন্যেও দেয়নি ! কিন্তু সেটার থেকেও আরো আশ্চর্যের খবরটি প্রকাশ করেছে একটি জার্মান খবরের কাগজ – বিল্ড। খবরটি হলো এই প্লেয়ারটিকে নিয়ে স্পেনের ন্যাশনাল কোচ ডেলা ফন্টে বড়োই বিপদে পড়েছেন। তার কারণ হলো জার্মান লেবার ল !

জার্মান লেবার ল অনুযায়ী কোনো নাবালক বা নাবালিকাকে রাত ৮ টার পরে কাজ করানো যায় না। প্রফেশনাল অ্যাথেলিটদের জন্য কিছুটা ছাড় দিয়ে সেটা নাকি রাত ১০ টা। ল-টি জার্মানিতে এতটাই স্ট্রিক্টলি এনফোর্সড যে এর ভায়োলেশন যিনি করবেন তার বা তাদের জেল যাত্রা সুনিশ্চিত !

স্পেন-ইতালি ম্যাচে দুর্দান্ত খেলছিলেন ইয়ামল। কিন্তু রাত দশটা বেজে যাবার আগেই, স্প্যানিশ কোচ ওকে তুলে নিতে বাধ্য হন – নয়তো জার্মান অথরিটি হয়তো কোচ ডেলা ফন্টেকেই জেলে ভরতো ! ফুটবল খেলাটাও লেবার ল-এর মধ্যেই পড়ে কিনা ! কোচ ডেলা ফন্টের এখন সবচেয়ে মাথাব্যথা ম্যাচের কতটা সময় উনি ইয়ামলকে খেলাতে পারবেন !
‎‎
আর ভারতে ? শিশুশ্রম নিয়ে অনেক আইন থাকলেও তার এনফোর্সমেন্ট নিয়ে আমরা সম্পূর্ন উদাসীন। তাই রাত সাড়ে এগারোটায় কোনো ছোটু বা ছুটকি নামের নাবালক বা নাবালিকাকে চায়ের দোকানে এঁটো বাসন মাজতে দেখলে আমাদের কিছুই মনে হয় না।

এই ছোটু বা ছুটকিরা কোনোদিন জানতেও পারবে না তাদের বয়েসী একটি ছেলে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার হতে চলেছে যার কাজের সময় নিয়ে একটি দেশের আইন, স্পেনের জাতীয় দলের ফুটবল অফিসিয়ালদের রাতের ঘুম কেড়ে নিয়েছে !

‎— ______©️ আশাভরী সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.