সংখ্যালঘু ও দলিতদের উপর অসম মনোভাবের জন্য উদ্বিগ্ন মানবাধিকার কমিশন

Spread the love
  1. আর্ন্তজাতিক ডেস্ক,অয়ন বাংলা:- দলিতদের হয়রানির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেলে ব্যাচেলেট। সম্প্রতি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বার্ষিক রিপোর্ট পেশ করেন। সেই সময় ব্যাচেলেট বলেন, ” ভারতে ধর্মের কারণে বিভক্তিমুলক নীতির ফলে সেখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে আঘাত লাগতে পারে। এরই মধ্যে সেখানে সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডায় অসম সমাজ ব্যাবস্থায় প্রান্তিক পর্যায়ে মানুষ বিপন্ন । ভারতের সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে হয়রানি ও তাদেরকে টার্গেট করার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে আমরা রিপোর্ট পাচ্ছি। আমরা আরো রিপোর্ট পাচ্ছি যে পিছিয়ে পড়া এবং প্রান্তিক জাতিগোষ্ঠী যেমন দলিত ও আদিবাসীরাও একই আচরণের শিকারে পরিণত হচ্ছেন।”ভারতের কেন্দ্রীয় মন্ত্রী যদিও জাতিসংঘের এই আধিকারিক মিশেল ব্যাচেলেটের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং বিজেপি-র অন্যতম মুখপাত্র শাহনাওয়াজ হুসেইন বলেন, “জাতিসংঘ মানবাধিকার প্রধানের রিপোর্টকে আমি প্রত্যাখ্যান করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.