১১৫ বৎসর বয়সী বৃদ্ধাকে নিজের বাড়িতে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র উপহার

Spread the love

 

১১৫ বৎসর বয়সী বৃদ্ধা বৃহস্পতি নস্করের নিজের বাড়িতে ওনার হাতে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র তুলে দেন সম্পাদক অমল কর্মকার।

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:-  “গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি” সন্তোষপুর, কলকাতা -৭৫, সুযোগ পেলেই সেবার ডালি নিয়ে যে কোন দুর্গম এলাকার প্রান্তিক মানুষের পাশে হাজির হয়ে জান , প্রাইমারী স্কুলের গরিব ছাত্র ছাত্রীদের খাতা -কলম ও অন্যান্য পাঠ্য সামগ্রী বিতরণ,উৎসবে উপহার,বিয়েতে দুঃস্থ পিতা-মাতার পাশে, মৃত্যুতে (কাটামারী, সাতজালিয়া ) পারলৌকিক কাজে সহযোগিতা,জন্মষ্টমী ২০২৪, উৎসবকে সার্বজনীন উৎসবের রুপ দেওয়া ও গ্রামবাসীদের নিয়ে পক্তি ভোজনে আর্থিক সহযোগিতা করা (সুন্দরবন এলাকার দুটি গ্রাম, ডোঙ্গাজোড়া ও গোদাবর বাসপাতা), দুর্যোগে ত্রাণ, শীতে শীত-বস্ত্র, বর্ষায় বর্ষাতি বা ছাতা, ত্রিপল, কখনও মশারি।

অন্যান্য বৎসরের ন্যায় এবৎসর দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের দক্ষিণ গড়ানকাটি অঞ্চলের গড়ানকাটি মা কালী যুব গ্রাম সেবা সমিতির ব্যবস্থাপনায় আজ রবিবার ১লা ডিসেম্বর ক্লাব প্রাঙ্গনে প্রবীণ (৪৬ বৎসর থেকে ১১৫ বৎসর ) পুরুষ ও মহিলাদের হাতে কম্বল সহ অন্যান্য শীতবস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয়। বিশ্বনাথ চক্রবর্তী, কৌশিক সাহা, গোপী মন্ডল, কনা সাহা,শিলা গুপ্ত,শংকর সরদার ও অন্যান্য ক্লাব সদস্য ও গ্রামবাসীদের উপস্থিতে বয়জেষ্ঠা গ্রাহক হারানী গায়েনের হাতে কম্বল তুলে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সোসাইটির সম্পাদক অমল কর্মকার মহাশয়।

প্রাপকবৃন্দ আনন্দ প্রকাশ করেন।সম্পাদক অমল কর্মকার মহাশয় প্রাপকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.