ওয়েবডেস্ক:- প্রতিদিনই কাজ চাকরী হারাচ্ছেন মানুষ । বাড়ছে লকডাউনে খাবারের সমস্য। দেশ ব্যাপী লকডাউনের এক মাস অতিবাহিত হয়েছে। কর্মহারা হয়েছেন অগণিত মানুষ। খালি পেটে বা একবেলা খেয়ে দিন গুজরান হচ্ছে অনেকের। এই পরিস্থিতিতে আর্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি তুললেন কংগ্রেস চিফ সনিয়া গান্ধী। কেন্দ্রে মোদী সরকারের কাছে তাঁর আবেদন, খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারগুলোর হাতে কমপক্ষে ৭,৫০০ টাকা করে তুলে দেওয়া হোক।
বৃহস্পতিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বেকারত্বের ইস্যুতে শাসকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন সনিয়া। বেকারত্ব বাড়লে অর্থনীতির চাকা ঘোরাও যে থমকে যাবে, সে কথা মনে করান তিনি। বৈঠকে কংগ্রেস সভানেত্রী বলেন, ‘লকডাউনের প্রথম ভাগে ১২ কোটি কর্মী চাকরিহারা হয়েছেন। অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ থাকার সময়ই বেকারত্ব বাড়ছে পাল্লা দিয়ে। এই বিপদ থেকে পরিবারগুলোকে উদ্ধার করতে তাদের ন্যূনতম ৭,৫০০ টাকা অবিলম্বে দেওয়া প্রয়োজন।’
এই বিপর্যয়ে পরিযায়ী শ্রমিকরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন সনিয়া। তাঁর কথায়, কাজ হারিয়ে তারা নানা রাজ্যে আটকে, বাড়ি ফিরতে মরিয়া। এই অবস্থায় তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিপদের এই সময় এদের আর্থিক নিরাপত্তার দেওয়া আবশ্যক।
এ ছাড়াও দেশের ক্ষুদ্রশিল্প ও কৃষি কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কথা বৈঠকে উল্লেখ করেন সনিয়া। ভারতের জিডিপি-র তিনভাগের একভাগ যে ক্ষুদ্রশিল্প থেকেই আসে, সেটা মনে করিয়ে দিয়ে এদের সাহায্যার্থে বিশেষ প্যাকেজ দাবি করেন তিনি। সরকারের পরিকল্পনাহীনতার জেরে কৃষকদেরও এই লকডাউন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান সনিয়া। আসছে মরসুমে খারিফ শস্য বপনের আগে সরকার যেন এই বিষয়গুলির উপর লক্ষ্য দেন, বলেন তিনি।
আজ গোটা দেশের মানুষের সাহায্যের খুব প্রয়োজন।
সৌজন্য মহানগর ডেস্ক